ওমিক্রনের আরও এক নতুন ধরণ শনাক্ত যুক্তরাষ্ট্রে 

ওমিক্রনের আরও এক নতুন ধরণ শনাক্ত যুক্তরাষ্ট্রে । এটির সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। বিজ্ঞানীদের শনাক্ত করা এই ধরণটি প্রাণঘাতী’ করোনা ভাইরাসেরই আরেকটি ধরণ। এর নাম দেওয়া হয়েছে ইজি-৫। তবে এটি একেবারে নতুন কোনও ধরণ নয় বলেও জানিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। এক্সবিবি ধরনের মতো এটিও মূলত ওমিক্রনের মতো একটি ধরণ।

ওমিক্রনের আরও এক নতুন ধরণ শনাক্ত যুক্তরাষ্ট্রে

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে প্রায় ১৭ শতাংশ মানুষের দেহে নতুন এই ধরণ পাওয়া গেছে। তবে নতুন এই ধরনের মিউটিশনে (রূপান্তর) ভাইরাসটির সংক্রমণের ক্ষেত্রে কেমন পরিবর্তন আসতে পারে তা এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা।

ইজি-৫ ধরনেরও ওমিক্রনের মতো নিজস্ব শাখা রয়েছে, যেটিকে বিজ্ঞানীরা ইজি-৫.১ নাম দিয়েছেন। এটি সংক্রমণে দ্বিতীয় মিউটেশন (রূপান্তর) যোগ করে, যা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।

Leave a Comment