শেষ পর্যন্ত মাঠে গড়াল না প্রতীক্ষিত লড়াই। ঘন কুয়াশা ও ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়ে লক্ষ্ণৌতে ভারত ও দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও একের পর এক মাঠ পরিদর্শনের পর রাত ৯টা ৫৫ মিনিটে ম্যাচ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেন ম্যাচ অফিশিয়ালরা।
এই ম্যাচে টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। নির্ধারিত সময়ের আগেই আম্পায়ার ও ম্যাচ রেফারিরা মাঠ পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন। প্রথম পরিদর্শনের পর রাত আটটায় আবার মাঠ পরীক্ষা করা হয়। কিন্তু কুয়াশার ঘনত্ব কমার কোনো লক্ষণ দেখা যায়নি। এরপর রাত ৮টা ৩০ মিনিটে আবার বৈঠকে বসেন আম্পায়াররা। পরিস্থিতির উন্নতি না হওয়ায় তারা আরও সময় নেওয়ার সিদ্ধান্ত নেন। রাত ৯টায় চতুর্থবারের মতো মাঠ পরীক্ষা করা হলেও কুয়াশা তখন আরও ঘনীভূত হয়ে পড়ে, যা খেলোয়াড়দের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করে।
শুধু কুয়াশাই নয়, লক্ষ্ণৌর ভয়াবহ বায়ুদূষণও ম্যাচ পরিত্যক্ত হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ম্যাচের দিন শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৪০০-এর অনেক ওপরে ছিল, যা পরিবেশ বিশেষজ্ঞদের মতে ‘অত্যন্ত বিপজ্জনক’ পর্যায়ের মধ্যে পড়ে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে, যার সরাসরি প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও।
অনুশীলনের সময় ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে মাস্ক পরে থাকতে দেখা যায়, যা পরিস্থিতির ভয়াবহতারই প্রমাণ দেয়। দূষণ ও কুয়াশার কারণে দুই দলই সন্ধ্যা ৭টা ৪৫ থেকে ৮টার মধ্যেই অনুশীলন শেষ করে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর সবাই অপেক্ষা করতে থাকে ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। রাত সাড়ে ৯টা ও রাত ৯টা ৫৫ মিনিটে আরও দুবার মাঠ পরিদর্শন করা হলেও দৃশ্যমানতা ও বাতাসের মান—দুটোরই অবনতি ঘটে। শেষ পর্যন্ত খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
লক্ষ্ণৌতে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সিরিজের সমীকরণেও প্রভাব পড়েছে। এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ভারত আর সিরিজ হারছে না। চার ম্যাচ শেষে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। সেই ম্যাচে জয় পেলে দক্ষিণ আফ্রিকা সিরিজ ড্র করতে পারবে, আর ভারত জিতলে সিরিজ নিজেদের করে নেবে।
ম্যাচ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য (সংক্ষেপে)
| বিষয় | তথ্য |
|---|---|
| ম্যাচ | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৪র্থ টি-টোয়েন্টি) |
| ভেন্যু | লক্ষ্ণৌ |
| নির্ধারিত সময় | সন্ধ্যা ৭:৩০ (বাংলাদেশ সময়) |
| মাঠ পরিদর্শন | মোট ৬ বার |
| বাতিলের সময় | রাত ৯:৫৫ |
| AQI (এয়ার কোয়ালিটি ইনডেক্স) | ৪০০-এর ওপরে (অত্যন্ত বিপজ্জনক) |
| সিরিজের অবস্থা | ভারত ২-১ এগিয়ে |
সব মিলিয়ে, কুয়াশা ও দূষণের যুগপৎ আঘাতে আরেকটি আন্তর্জাতিক ম্যাচ মাঠে না গড়ানো কেবল হতাশাই নয়, বরং পরিবেশগত সংকটের দিকটিও নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।