দেশে কোনো দিন খাদ্য সংকট হবে না : কৃষিমন্ত্রী

দেশে কোনো দিন খাদ্য সংকট হবে না : কৃষিমন্ত্রী, কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে কোনো দিন খাদ্য সংকট হবে না। এর কারণ হিসেবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে কৃষি খাতে বিশাল পরিমাণ ভর্তুকি এবং সময়োপযোগী কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথা উল্লেখ করেন।

দেশে কোনো দিন খাদ্য সংকট হবে না : কৃষিমন্ত্রী

 

দেশে কোনো দিন খাদ্য সংকট হবে না : কৃষিমন্ত্রী

 

আজ সোমবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শিবপুরে উন্নত জাতের সরিষা ও ধান উৎপাদনকারী চাষীদের সাথে মতবিনিময় ও কৃষক সমাবেশে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, দেশে একসময় ৭ কোটি মানুষের খাদ্য সংকট দেখা দিতো; আজ ১৭ কোটি মানুষের কেউ না খেয়ে থাকে না। দেশে মঙ্গা হয় না, দুর্ভিক্ষ হয় না। বিগত ১৪ বছরে কেউ না খেয়ে মারা যায়নি।

ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশে ৫০ ভাগ তেল উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমাতে তিন বছর মেয়াদি রোডম্যাপ বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম বছরেই এবার সারা দেশে দ্বিগুণ পরিমাণ সরিষা চাষ হয়েছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

আগামী দুই বছরের মধ্যে সরিষার আবাদ বৃদ্ধির সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে হবে। যাতে করে দুই বছর পরে ভোজ্যতেল আমদানি অর্ধেকে নামিয়ে আনা যায় ও আমদানিতে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হয়।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বিএনপি, জামায়াত ও স্বাধীনতাবিরোধী শক্তি। কিন্তু জনগণ তাতে সাড়া দেয় না। কারণ জনগণ আওয়ামী লীগের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়নের পক্ষে।

 

দেশে কোনো দিন খাদ্য সংকট হবে না : কৃষিমন্ত্রী

 

অনুষ্ঠানে কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা প্রশাসক আব্দুল লতিফ, সিংগাইর উপজেলা চেয়ারম্যান প্রমুখ বক্তব্য রাখেন। পরে কৃষিমন্ত্রী মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরিষা ও ধান আবাদের অগ্রগতি এবং আগামী বছরের কর্মপরিকল্পনা বিষয়ক আঞ্চলিক কর্মশালায় যোগ দেন।

আরও দেখুনঃ

Leave a Comment