সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ‘শুরু। ত্রিশালের ফাতেমা নগর রেলওয়ে স্টেশনের মাস্টার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টার দিকে লাইন মেরামত কাজ শেষ হয়। সূত্র: আরটিভি অনলাইনরোববার (২০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ ‘রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, দুর্ঘটনার পর একই দিন রাত পৌনে ১২টার দিকে সাতটি বগি নিয়ে ট্রেনের একটি অংশ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া লাইনচ্যুত হওয়া তিটি বগি উদ্ধারের পর ট্রেনের বাকি ছয় বগিও সোমবার ভোর ৫টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ত্রিশালের ফাতেমা নগর রেলওয়ে স্টেশনের মাস্টার আলমগীর হোসেন বলেন, সকাল সাড়ে ৮টায় লাইন ক্লিয়ার দেয়া হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রোববার (২০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।

এদিকে দুর্ঘটনার ফলে রাত ২টা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে আটকা পড়ে।