পঁচিশ বছরের মাইলফলকে প্রাইম ইসলামী লাইফ

সুদীর্ঘ পঁচিশ বছরের পথচলা শেষে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত বুধবার (২৪ ডিসেম্বর, ২০২৫), রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত এস.কে.এস টাওয়ারের ‘সেনা গৌরব’ মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কোম্পানিটির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আগামীর সমৃদ্ধির অঙ্গীকারের মধ্য দিয়ে এই সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের দক্ষ চেয়ারম্যান মোহাম্মদ আখতার। সভাপতির ভাষণে তিনি প্রতিষ্ঠানের বিগত বছরের ব্যবসায়িক সাফল্য তুলে ধরেন এবং বিনিয়োগকারীদের আস্থার প্রতি সম্মান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, গ্রাহকদের দ্রুততম সময়ে আধুনিক বীমা সেবা প্রদান এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ও স্বার্থ সংরক্ষণ করাই বর্তমানে প্রতিষ্ঠানের প্রধান অগ্রাধিকার। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় বীমা খাতের স্থিতিশীলতা বজায় রাখতে প্রাইম ইসলামী লাইফ তার পেশাদারিত্ব এবং স্বচ্ছতা বজায় রাখবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উপস্থিত ছিলেন শরীয়াহ কাউন্সিলের সম্মানিত সদস্যগণ। তাদের উপস্থিতি ইসলামী শরীয়াহ মোতাবেক বীমা পরিচালনার বিষয়ে কোম্পানির কঠোর অবস্থানের প্রতিফলন ঘটায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম, অ্যাডভাইজার টু দি বোর্ড এ.টি.এম হামিদুল হক চৌধুরী এবং চীফ কনসালট্যান্ট টু দি বোর্ড রহিম উদ-দৌলা চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পুরো সভার কার্যক্রম ও আনুষ্ঠানিকতা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন কোম্পানি সচিব আবুল হাসনাত মুহাম্মদ শামীম।

চেয়ারম্যান তার সমাপনী বক্তব্যে সকল প্রতিকূলতা কাটিয়ে সুশৃঙ্খল কর্মপরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকল শেয়ারহোল্ডার, সম্মানিত গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের পাশাপাশি কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন এবং তাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শেয়ারহোল্ডারগণও উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে কোম্পানির প্রবৃদ্ধি ও উন্নতির লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

একনজরে ২৫তম বার্ষিক সাধারণ সভার সংক্ষিপ্ত তথ্যচিত্র

বিষয়বিস্তারিত তথ্য
অনুষ্ঠানের ধরন২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)
অনুষ্ঠানের তারিখ২৪ ডিসেম্বর, ২০২৫ (বুধবার)
আয়োজনের স্থানসেনা গৌরব হল, মহাখালী, ঢাকা
প্রধান ব্যক্তিত্বমোহাম্মদ আখতার (চেয়ারম্যান)
বিশেষ বৈশিষ্ট্যশরীয়াহ ভিত্তিক বীমা ব্যবস্থাপনা পর্যালোচনা
ব্যবস্থাপনা উপস্থিতিসিইও, বোর্ড অ্যাডভাইজার ও চীফ কনসালট্যান্ট
সঞ্চালনাআবুল হাসনাত মুহাম্মদ শামীম (কোম্পানি সচিব)

বিগত দুই দশকেরও বেশি সময় ধরে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাংলাদেশের অর্থনীতিতে এক শক্তিশালী ভূমিকা পালন করে আসছে। গ্রাহকের আমানত সুরক্ষা এবং ইসলামী জীবন বীমার আদর্শ বাস্তবায়নে তারা আজ এক অনন্য উচ্চতায়। আগামী দিনগুলোতে প্রযুক্তির আরও উন্নত ব্যবহারের মাধ্যমে বীমা সেবাকে আরও গণমুখী ও সহজতর করার লক্ষ্য নিয়ে এই সাধারণ সভাটি সমাপ্ত হয়।