আমি কে মানুষ তা জানে, তাই প্রেসিডেন্ট বিতর্কে ট্রাম্পের না। রিপাবলিকান দলের প্রথম প্রেসিডেন্ট বিতর্কে অংশ নিচ্ছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, মার্কিনিরা আমাকে ভালো করে চেনেন, তাই মানুষের সামনে নতুন করে নিজেকে চেনানোর প্রয়োজন নেই। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমি সফল। কারণ মার্কিনিদের কাছে আমি ব্যাপক জনপ্রিয় ছিলাম। তিনি বলেন, ‘এজন্য আমি বিতর্কে অংশ নিতে চাই না।’
আমি কে মানুষ তা জানে, তাই প্রেসিডেন্ট বিতর্কে ট্রাম্পের না
২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্রে করে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে প্রথম বিতর্ক আগামী বুধবার অনুষ্ঠিত হবে। কিন্তু এই বিতর্কে অংশ নিতে চান না ট্রাম্প। ইতোমধ্যে তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। দ্বিতীয় বিতর্ক পরের দিনই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ মাসেই দুটো বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা।
সাম্প্রতিক কয়েকটি জরিপে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
২০১৭ সালের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। কিন্তু ২০২০ সালের নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে জেরে যান। পরে নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য তিনি চেষ্টাও করেন। তবে সে চেষ্টায় তিনি ব্যর্থ হন। এখন ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে আবার মাঠে নেমেছেন। তবে তার বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা রয়েছে।