বিড়ালছানার জন্য আত্মহত্যা করলো এক যুবক, রাজধানীর ওয়ারীর নারিন্দার একটি বাসায় আকাশ (২২) নামে এক যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে। আকাশ বিড়ালছানার জন্য মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিড়ালছানার জন্য আত্মহত্যা করলো এক যুবক
আকাশের বড় ভাই মো. দিল জানান, তারা নারিন্দার দক্ষিণ মৈশুন্ডীর একটি বাড়িতে নিজেদের ফ্ল্যাটে থাকেন। আকাশ ধোলাইখালের একটি দোকানে পার্টটাইম কাজ করতেন।

তিনি জানান, বাসায় কয়েকটি বিড়াল পুষতেন আকাশ। তবে বিড়ালের ছানাগুলো নানাভাবে উৎপাত করছিল। তাই আমাদের মা ছানাগুলোকে বাসার বাইরে রেখে আসেন। এ নিয়ে মায়ের উপর অভিমান করে আকাশ। পরে রাত আড়াইটার দিকে বাসার সিঁড়ির রেলিংয়ের সাথে গলায় ফাঁস দেয় সে। বিষয়টি দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই যুবক বাসায় অনেকগুলো বিড়াল পুষেতেন। প্রাণীগুলোর প্রতি তার অসীম ভালোবাসা ছিল। তবে বিড়ালগুলো বাসার আসবাবপত্রসহ সবকিছুর নোংরা করে ফেলত। সেজন্য তার মা খুবই বিরক্ত ছিল।
তিনি জানান, দুই দিন আগে দুটি বিড়ালের ছানা তার মা বাসার বাইরে রেখে আসেন। এ নিয়ে মায়ের সাথে রাগারাগি করেন আকাশ। তিনি ছানাগুলোকে আবার বাসায় নিয়ে আসবেন বলে জানান। এ নিয়ে বুধবার রাতে মায়ের সাথে রাগারাগিও হয় তার। এক পর্যায়ে বাসার মেইন দরজা বাইরে থেকে আটকে তিনি সিঁড়ির রেলিংয়ের সাথে গলায় ফাঁস দেন। ঘটনা দেখতে পেয়ে স্বজনরাই তাকে হাসপাতালে নিয়ে যান।

পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।