আগুনের ভয়াবহ ঝুঁকিতে গাউছিয়া মার্কেট

আগুনের ভয়াবহ ঝুঁকিতে গাউছিয়া মার্কেট । রাজধানীর গাউছিয়া মার্কেট অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নত করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে দোকান মালিক সমিতিকে সাথে নিয়ে যৌথভাবে পরিদর্শন কার্যক্রম চালিয়েছে এনএসআই, ডিজিএফআই ও ফায়ার সার্ভিস।

পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ বলেন, আগ্নি ঝুঁকিতে রয়েছে রাজধানীর অন্যতম কাপড়ের মার্কেট গাউছিয়া। সিঁড়িতে দোকান, করিডোর উন্মুক্ত না, পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকাসহ বেশ কিছু ত্রুটির কথাও জানান তিনি।

আগুনের ভয়াবহ ঝুঁকিতে গাউছিয়া মার্কেট

আগুনের ভয়াবহ ঝুঁকিতে গাউছিয়া মার্কেট

বজলুর রশিদ বলেন, শুধু গাউছিয়া নয়, রাজধানীর বেশিরভাগ মার্কেটই আগুনের ঝুঁকিতে আছে।

এদিকে গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতি জানিয়েছে, যে সকল ত্রুটি আছে শিগগিরই সমাধান করা হবে।

ফায়ার সার্ভিসের তথ্য, শুধু মার্কেট নয় রাজধানীতে ১১ হাজারের বেশি ভবন আগুনের ঝুঁকিতে রয়েছে।

 

আগুনের ভয়াবহ ঝুঁকিতে গাউছিয়া মার্কেট

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজার ও আশপাশের ৪টি মার্কেট আগুনে পুড়ে ছাই হয়েছে। এক নিমিশে হাজার হাজার দোকান শেষ। সব হারিরে নিঃস্ব এখন হাজারো মানুষ। এই ঘটনা আবারো চোখে আঙ্গুল দিয়ে দেখি দিলো আগুনের থাবা থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নাই।

Leave a Comment