মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা।কুমিল্লার দাউদকান্দিতে জরুরি সেবা ৯৯৯- এ ফোন করে পুলিশ ডেকে মুন্না মিয়া (৩৩) নামের এক মাদকাসক্ত ও মাদক বিক্রেতাকে ইয়াবাসহ ধরিয়ে দিয়েছেন তার গর্ভধারিণী মা। বিষয়টি জানিয়েছেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা৷

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

রোববার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দি গ্রাম থেকে ৩পিস ইয়াবাসহ মুন্নাকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

উপজেলার দৌলতপুর ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বার লিটন মিয়াজীসহ এলাকার লোকজন জানান, মুন্না নারায়ণগঞ্জে থাকতো, কয়েক বছর যাবত নিজ এলাকায় বসবাস করছে। এর পর থেকেই মাদক সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়ে সে। তার কারণে এলাকার যুব সমাজ মাদকে জড়িয়ে পড়ছে, তাই আমরা সামাজিকভাবে কয়েকবার বসে তাকে সতর্ক করেছি। কিন্তু কোন কাজে আসেনি। আজ তার মা পুলিশকে ৯৯৯ ফোন করে তাকে ধরিয়ে দিয়েছে।

মুন্নার মা কুলসুম আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্না ইয়াবা-ফেনসিডিল সেবন করে তার মাকে মারধর করতো। রোববার সে ঘরে ইয়াবা সেবন করার প্রস্তুতি নিলে তার মা নিজে ৯৯৯ ফোন করে পুলিশকে খবর দেয়।

 

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

 

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয় লোকজনের উপস্থিতে ৩ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ মুন্নাকে আটক করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Comment