আদানির দুই ইউনিট থেকে জুন মাসেই বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান শুক্রবার সন্ধ্যায় আমাদের নতুন সময়কে এ তথ্য জানান।তিনি বলেন, সব ঠিক থাকলে আগামী ২৫ জুন থেকে ভারতের আদানি গ্রুপের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর ফলে ঝাড়খণ্ডে অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির দুই ইউনিট থেকেই বিদ্যুৎ মিলবে। তবে এখান থেকে ৫ শতাংশ অপচয় হবে। ফলে চলমান সংকটে আনুমানিক ১৪০০ মেগাওয়াট পাওয়া যাবে। দ্বিতীয় ইউনিট থেকে সরবরাহ বাড়বে আরও ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট।

আদানির দুই ইউনিট থেকে জুন মাসেই বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা
তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ পেতে সঞ্চালন অবকাঠামোসহ যাবতীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, বর্তমানে যে বিদ্যুৎ ঘাটতি রয়েছে সেটি পূরণ করতে বাংলাদেশ সক্ষম। তবে দাবদাহের সময় এ ঘাটতি বেড়ে যায়। দাবদাহ ছাড়া সাধারণত ১২০০ ইউনিট ঘাটতি থাকে।পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, এ বিদ্যুৎ পেলে আমদের লোডশেডিং অনেকটা অর্ধেকে নেমে আসবে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরুল ঈমাম আমাদের নতুন সময়কে বলেন, যেহেতু অন্য জায়গায় আমরা বিদ্যুৎ পাচ্ছি না, সে হিসেবে অবশ্যই যদি তারা বাড়তি সাপোর্ট দিতে পারে, তাহলে এ মুহূর্তে আমাদের যে ২ হাজার মেগাওয়াটের ঘাটতি রয়েছে, সেটি কমে আসবে।