বঙ্গবন্ধু হত্যাকান্ডের বৈধতা দিয়েছিল বিএনপি : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের বৈধতা দিয়েছিল বিএনপির জিয়াউর রহমানই। বঙ্গবন্ধু হত্যার পর যে অর্ডিন্যান্স জারি হয়েছিল সেই অর্ডিন্যান্সকে পার্লামেন্টে নিয়ে এসে পাশ করেছে বিএনপি। কারণ সেই সময়ে অর্ডিন্যান্সে সাক্ষর করেছেন জিয়াউর রহমান। অন্যদিকে এরশাদ সাহেব ক্ষমতায় এসেও বঙ্গবন্ধুর খুনিদের দিয়ে রাজনীতি করিয়েছিলেন বলে উল্লেখ করেন শ ম রেজাউল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতর এবং আইইবি ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যাকান্ডের বৈধতা দিয়েছিল বিএনপি : শ ম রেজাউল করিম

মন্ত্রী বলেন, একটি খুনের বিচার না হলে যে আরেকটি খুন হয় সেই জন্য জিয়াউর রহমানকেও খুন হতে হল। জিয়াউর রহমানকে খুনের মামলায় বিএনপির কেউই তদন্তকারীদের সাহায্য করেনি। আওয়ামী লীগ জিয়াউর রহমানের হত্যা মামলা পুনরায় তদন্ত শুরু করলেও বিএনপি ক্ষমতায় এসে জিয়াউর রহমানের হত্যা মামলা ধ্বংস করেছিল। বিএনপি ক্ষমতায় এলে আবার দশলাখ লোক মেরে ফেলবে।

 

বঙ্গবন্ধু হত্যাকান্ডের বৈধতা দিয়েছিল বিএনপি : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু থিসিস নির্ভর নেতা না হয়ে বাস্তববাদী নেতা ছিলেন। ধর্মনিরপেক্ষতা নিয়ে বঙ্গবন্ধু যা ভেবেছেন ১৯৭৪ সালে, ভারত তা বাস্তবায়ন করেছে ১৯৮৬ সালে। বাংলা ভাষাভাষী মানুষদের নিয়ে বাঙালি জাতীয়তাবাদ বোধ নিয়ে সবাইকে একই প্ল্যাটফর্মে এনেছিলেন।

এই সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং উন্নয়ন একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমর কাব্যের কবি এবং হাজার বছরের পরাধীন জাতিকে মুক্তি দিতে তিনি জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বাংলাদেশ বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে তাঁর নেতৃত্বেই।।

 

বঙ্গবন্ধু হত্যাকান্ডের বৈধতা দিয়েছিল বিএনপি : শ ম রেজাউল করিম

 

আইইবির সহকারী সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রনক আহসান, ইঞ্জিনিয়ার আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার প্রতীক কুমার ঘোষসহ আইইবির অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে আইইবির মহিলা কমিটির সভাপতি ওয়াহিদা হুদা এবং সাধারণ সম্পাদক মাকসুদা আহমেদ চাঁদনির উপস্থিতিতে মন্ত্রী দুস্থ এতিম মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

আরও দেখুনঃ

Leave a Comment