সারা দেশের রেজিস্টার্ড শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা বছরে মাত্র ১০০ টাকায় টেলিমেডিসিন সেবা পাবেন। শিক্ষাসামগ্রী সরবরাহকারী কাগজবাড়ি এবং টেলিমেডিসিন প্রতিষ্ঠান মেডিকো বায়ো এই সুবিধা নিশ্চিত করতে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সমঝোতা স্মারক সই করেছে। উদ্যোগটি দেশের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, কাগজবাড়ি দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে স্বল্পমূল্যে শিক্ষার্থী আইডি কার্ড সরবরাহ করবে। এসব প্রতিষ্ঠান মেডিকো বায়োর মাধ্যমে শিক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য বছরে মাত্র ১০০ টাকায় টেলিমেডিসিন সেবা পাবে।
মেডিকো বায়োর অ্যাপের মাধ্যমে শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা ২৪ ঘণ্টা অডিও-ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। বছরে চারটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পও আয়োজন করা হবে।
এ ছাড়া ডিজিটাল প্রেসক্রিপশন, অ্যাম্বুলেন্স সার্ভিস, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, ওষুধ হোম ডেলিভারি, ল্যাব রিপোর্ট আপলোড এবং মেডিসিন রিমাইন্ডার সুবিধাও থাকবে। এসব সেবা কেবল কাগজবাড়ির সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে কাগজবাড়ির পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ান কবীর, পরিচালক জাহিদ আনোয়ার, মো. শাহ আলম এবং এক্সিকিউটিভ অফিসার শাখিরুজ্জামান। মেডিকো বায়োর পক্ষে ছিলেন পরিচালক মো. মেশকাতুর রহমান বাঁধন এবং সিওও মো. নাজমুল আলম নোমানসহ অন্যান্য কর্মকর্তা।
কাগজবাড়ি ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শিক্ষা সামগ্রী ডোনেশন ক্যাম্পেইন–২০২৫’ ঘোষণা করেছে। এতে ১২ ঘণ্টায় দেশের ১ হাজার ৫০০ স্কুলে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থীকে এক মাসের শিক্ষাসামগ্রী বিনা মূল্যে দেওয়া হবে, যা যুক্তরাষ্ট্র–ভারতের ২০২২ সালের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করবে।
টিএসএন
