হাইতিতে মার্কিন দূতাবাসের কাছে গোলাগুলি, যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে মার্কিন দূতাবাসের সন্নিকটে তীব্র গোলাগুলির ঘটনার পর যুক্তরাষ্ট্র একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। দেশটি গ্যাং সহিংসতায় চরমভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দারা আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে জানান, রাজধানীর বিমানবন্দরের নিকটবর্তী তাবারে এলাকায় গ্যাং সদস্যদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়, যা দীর্ঘক্ষণ ধরে চলে। এই এলাকাতেই অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

ঘটনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, দূতাবাসে কর্মরত মার্কিন কর্মকর্তারা নিরাপত্তার কারণে দূতাবাসের প্রাঙ্গণের বাইরে সকল আনুষ্ঠানিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছেন।

হাইতি, যা পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র রাষ্ট্র হিসেবে পরিচিত, বর্তমানে সশস্ত্র গ্যাংদের সহিংসতায় জর্জরিত। এসব গ্যাং গ্রুপ খুন, ধর্ষণ ও অপহরণের মতো নৃশংস অপরাধ সংঘটন করে আসছে এবং দেশের অনেক এলাকা কার্যত তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দেওয়া সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশটিতে গ্যাং সহিংসতায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩,১৪১ জন।

এদিকে রাজনৈতিক অস্থিরতা চলমান থাকাকালে হাইতির পুলিশ সোমবার জানিয়েছে, তারা এক সাবেক সিনেটরকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ওই সাবেক রাজনীতিক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অপরাধী গোষ্ঠীর অর্থায়ন এবং হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে দীর্ঘদিন ধরে খোঁজার তালিকায় ছিলেন।