স্বর্ণচুরির ফাঁদে টালিউডের রূপা দত্ত

টালিউডের আলোচিত অভিনেত্রী রূপা দত্ত স্বর্ণের গয়না চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাকে গ্রেফতার করে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ব্রেবন রোড এলাকা থেকে রূপাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, গত ১৫ অক্টোবর কলকাতার পোস্তা থানার অধীন আদি বাঁশতলা লেনের একটি দোকানে কেনাকাটার সময় এক নারী ক্রেতার ব্যাগ থেকে স্বর্ণের গয়না ও নগদ অর্থ চুরি করেন তিনি।

ভুক্তভোগী নারী জানান, তার ব্যাগে ছিল ২০ গ্রামের স্বর্ণের মঙ্গলসূত্র, ২১ গ্রামের নেকলেস ও লকেট, দুটি ব্রেসলেট (একটি ১৩ গ্রাম ও অন্যটি ৯ গ্রাম) এবং নগদ ৪ হাজার টাকা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় ঘটনাটির প্রমাণ পায়।

পরবর্তীতে পুলিশ রূপা দত্তের বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও তল্লাশিতে তার বাসা থেকে ৬২.৯৫ গ্রাম স্বর্ণের গয়না উদ্ধার করা হয়।

শুক্রবার (৩১ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে তদন্তে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে সরে গেছেন এবং সংসার চালাতে চুরির পথে নামেন।

এটি রূপা দত্তের প্রথম গ্রেফতার নয়। এর আগে ২০২২ সালে কলকাতা বইমেলা থেকে পকেটমারির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেসময় তার কাছ থেকে একাধিক মানিব্যাগ ও প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার করেছিল পুলিশ।

রূপা দত্ত একসময় টালিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন সিরিয়ালেও অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০২০ সালে তিনি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘অশ্লীল বার্তা পাঠানোর’ অভিযোগ এনে শিরোনামে আসেন।