রাজধানীতে বিয়ের ৪ দিনের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও নবীনবাগ এলাকায় বিয়ের ৪ দিনের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামী নাসির বিশ্বাস (১৯) এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি ময়লা পরিস্কারের কাজ করতো। থাকতো নবীনবাগ একটি বস্তিতে। মঙ্গলবার দিবাগত রাত (২ আগস্ট) আনুমানিক ১টার দিকে ঘটনাটি ঘটে।

 

রাজধানীতে বিয়ের ৪ দিনের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

রাজধানীতে বিয়ের ৪ দিনের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা   

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান তিনি বলেন, ৩ থেকে ৪ দিন আগে সুমাইয়া বেগম নামে কিশোরীকে বিয়ে করে নাসির। নাসির জ্বরে ভুগছিল, তাই তার স্ত্রী তাকে রুটি বানিয়ে দিয়ে ডাকাডাকি করে কিন্তু নাসির খাবে না বলে জানায়। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে স্ত্রী রাগ করে বলে আমি বাবা’র বাড়ি চলে যাব। তখন নাসির বলে, তাহলে আমি ফাঁসি দিব। এক পর্যায়ে স্ত্রী রাতে চলে যায়।

পরে রাত ১২টা থেকে ১টার মধ্যে নাসির দরজা বন্ধ করে রুমের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। রাত ১টার পর মৃতের বড় ভাই রাসেল বিশ্বাস কাজ শেষে বাসায় ফিরে তার রুমের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ফাঁকা দিয়ে দেখতে পায় সে আড়ার সাথে ঝুলে আছে। 

 

রাজধানীতে বিয়ের ৪ দিনের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

 

সংবাদ পেয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান ঐ বাসা থেকে স্বজনদের উপস্থিতে মরদেহ উদ্ধার করে। রাতেই  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ভোর সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Comment