সিডনি হামলার ঘটনায় ভারতীয় নাগরিকের সম্পৃক্ততা সামনে এলো

অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই সৈকতে সংঘটিত ভয়াবহ হামলার ঘটনায় হামলাকারীদের একজন ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে এই তথ্য প্রকাশ করা হয়। ভারতের পুলিশ জানিয়েছে, দুই হামলাকারীর মধ্যে যিনি ঘটনাস্থলে নিহত হয়েছেন, তিনি ভারতের হায়দরাবাদ শহর থেকে বহু বছর আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তবে তাঁর পরিবারের দাবি, তাঁর মধ্যে কোনো ধরনের ‘উগ্রবাদী চিন্তাধারা’ রয়েছে—এমন তথ্য তারা কখনো জানত না।

নিহত ওই ব্যক্তির নাম সাজিদ আকরাম (৫০)। হামলায় তাঁর সঙ্গে অংশ নেন তাঁর ছেলে নাভিদ আকরাম। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত সাজিদসহ মোট ১৬ জন নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এটি দেশটির প্রায় তিন দশকের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলাগুলোর একটি। ঘটনার পরপরই ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সম্ভাব্য সন্ত্রাসী উদ্দেশ্য ছিল কি না—তা খতিয়ে দেখতে আলাদা তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।

ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্য পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, সাজিদ আকরাম হায়দরাবাদে বাণিজ্য বিষয়ে পড়াশোনা করেছিলেন। জীবিকার সন্ধানে তিনি ১৯৯৮ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় যান। সেখানে বসবাসকালে তাঁর পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক সম্পত্তি–সংক্রান্ত বিষয় ও বাবা–মায়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তিনি অন্তত ছয়বার অস্ট্রেলিয়া থেকে ভারতে সফর করেছিলেন।

ভারতীয় পুলিশ আরও জানায়, ১৯৯৮ সালে ভারত ছাড়ার আগে সাজিদের বিরুদ্ধে কোনো ‘নেতিবাচক’ বা সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। তাঁর পরিবারও তাঁর মধ্যে উগ্রবাদী কোনো মানসিকতা বা সহিংস প্রবণতার লক্ষণ দেখেনি বলে জানিয়েছে। পুলিশ স্পষ্ট করে বলেছে, সাজিদ কিংবা তাঁর ছেলে নাভিদের কর্মকাণ্ডের সঙ্গে ভারতের কোনো সংগঠন, তেলেঙ্গানার স্থানীয় কোনো গোষ্ঠী কিংবা রাষ্ট্রীয় কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, গত মাসে সাজিদ ভারতীয় পাসপোর্ট এবং তাঁর ছেলে নাভিদ অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করে ফিলিপাইনে ভ্রমণ করেছিলেন। ওই সফরের উদ্দেশ্য কী ছিল, সেটি এখন তদন্তাধীন। তাঁরা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না, অথবা বিদেশে কোনো ধরনের প্রশিক্ষণ নিয়েছিলেন কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হামলাকারীদের সংক্ষিপ্ত তথ্য

নামবয়সনাগরিকত্ব/পাসপোর্টসম্পর্কগুরুত্বপূর্ণ তথ্য
সাজিদ আকরাম৫০ভারতীয়বাবা১৯৯৮ সালে অস্ট্রেলিয়ায় যান, হামলায় নিহত
নাভিদ আকরামজানা যায়নিঅস্ট্রেলীয়ছেলেহামলায় অংশগ্রহণ, তদন্তাধীন

এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা ও উগ্রবাদ মোকাবিলায় নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। অস্ট্রেলিয়া ও ভারত—উভয় দেশই তথ্য আদান–প্রদান ও তদন্তে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।