সরকারকে আজ আলটিমেটাম দেবে বিএনপি

সরকারকে আজ আলটিমেটাম দেবে বিএনপি। বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ২টা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, সংসদ বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 সরকারকে আজ আলটিমেটাম দেবে বিএনপি

এ সমাবেশ থেকে সরকার পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম ঘোষণা করা হতে পারে। যদি বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার পদত্যাগ না করে তাহলে চলতি মাসের শেষ সপ্তাহে আরেকটি সমাবেশের মাধ্যমে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

 সরকারকে আজ আলটিমেটাম দেবে বিএনপি

দলীয় সূত্র জানায়, লাগাতার সব কর্মসূচি এবার ঢাকাকেন্দ্রিক হবে। ঢাকা ঘেরাও, ঢাকামুখি লংমার্চ বা পদযাত্রা, সচিবালয় ঘেরাও, নির্বাচন কমিশন ঘেরাওয়ের মত কর্মসূচি আসতে পারে। যদি এসব কর্মসূচিতে সরকারি দল বা আইনশৃঙ্খলাবাহিনী বাধা দেয় কিংবা হামলা করে তাহলে কর্মসূচির ধরন পাল্টিয়ে হরতাল অবরোধের মত কর্মসূচির পথে হাঁটবে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরীকদলগুলো। এই ধরনের কর্মসূচি আসতে পারে যদি বিরোধী দলের দাবি উপেক্ষা করে নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়

এসব কর্মসূচিতে জনসম্পৃক্ততা বাড়াতে এবং প্রতিটি কর্মসূচি শুধুমাত্র বিএনপির উপর ভর করে যুগপৎ আন্দোলনের শরীকদলগুলো যেন বসে না থাকে এজন্য বিএনপির হাইকমাণ্ড থেকে সকল দলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।  কর্মসূচি চূড়ান্ত করতে গত কয়েকদিন ধরে শরীকদলগুলোর সাথে ধারাবাহিক রুদ্ধদ্বার বৈঠক করেছে দলটির হাইকমান্ড। 

 

 সরকারকে আজ আলটিমেটাম দেবে বিএনপি

 

আজ যুগপৎ আন্দোলনে থাকা শরীকদলগুলো যার যার অবস্থান থেকে রাজধানীতে গণসমাবেশ করবে।  গণতন্ত্র মঞ্চ বেলা ৩ টা ৩০ মিনিট জাতীয় প্রেস ক্লাব, ১২ দলীয় জোট বেলা ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে, সমমনা জাতীয়তাবাদী জোট বিকাল ৩টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে, এলডিপি বেলা ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে এবং লেবার পার্টি বেলা ১১টায় পুরানা পল্টন ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সামনে সমাবেশ করবে।

Leave a Comment