কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, ডাকযোগে আবেদন পৌঁছাবার শেষ তারিখ ২৫.০৩.২০২৫

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিজের লিংক এ ক্লিক করুন।

ডাকযোগে আবেদন পৌঁছাবার শেষ তারিখ ২৫.০৩.২০২৫

বিজ্ঞপ্তির বিস্তারিত নিচে দেখুন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া ।

(সংস্থাপন শাখা)

১৩ ফাল্গুন ১৪৩১

স্মারক নম্বরঃ ০৫.৪৪.৫০০০.০০২.১১.০০৬.২৫- ১০৭                                                     তারিখঃ ————————–

২৬ ফেব্রুয়ারি ২০২৫

 

নিয়োগ বিজ্ঞপ্তি

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী গবেষণা ইউনিট এর ২৮ মার্চ ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.২১২.১১.০১৪.২২.৪৩ নম্বর স্মারকে প্রদত্ত ছাড়পত্রের প্রেক্ষিতে এবং বিভাগীয় বাছাই কমিটি, খুলনার গত ০৪.০২.২০২৫ খ্রি. তারিখের ০৫.৪৪.০০০০.০১২.৫১.০০৫.২৫-০৩(যুক্ত) নম্বর স্মারকে অনুমোদন প্রাপ্ত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া এর অধীনস্থ অফিসসমূহের সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

ক্র.নংপদের নামশূন্য পদের সংখ্যাগ্রেড ও বেতনস্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী)শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
(১)(২)(৩)(৪)(৫)
হিসাব সহকারী০৩গ্রেড-১৬

টাকা ৯৩০০-২২৪৯০/-

(ক)  কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ)   ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা;

(খ)  কম্পিউটার চালনায় অভিজ্ঞতা;

(গ) কম্পিউটারে ডাটা এন্ট্রি ও টাইপিং-এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের থাকতে হবে।

 

 

আবেদনের শর্তসমূহঃ

০১.   প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

০২.   প্রার্থীকে নির্ধারিত ফরমে স্ব-হস্তে আবেদন করতে হবে।

০৩.   জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফরমে/নির্ধারিত ফরমে সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা ও বিভাগীয় কমিশনার, খুলনাকে সম্বোধন করে আগামী ২৫.০৩.২০২৫ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালে জেলা প্রশাসক, কুষ্টিয়া এঁর কার্যালয়ে সরকারি ডাকযোগে পৌছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয়। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পার্শ্বে আবেদকারীর পূর্ণ নাম ও  ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফরমটি জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া এঁর সংস্থাপন শাখা হতে অথবা  জেলা তথ্য বাতায়নের ওয়েব সাইট www.kushtia.gov.bd এর নোটিশ বোর্ড হতে সংগ্রহ করা যাবে। এছাড়া কুষ্টিয়া জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

০৪.   নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

০৫.   আবেদনের সর্বশেষ (২৫.০৩.২০২৫ খ্রি.) তারিখে  ১৮ (আঠারো) থেকে ৩২ (বত্রিশ) বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

০৬.   এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ এর সংশোধনী’ অনুসরণ করা হবে এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে উক্ত বিধিমালা মোতাবেক লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতদ্ব্যতীত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

০৭.   আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:

(ক)   প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি ৫x৫ সে.মি আকারের রঙিন ছবি (সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিযুক্ত স্পষ্ট সীল থাকতে হবে) আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং ০২ (দুই) কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে।

(খ)    সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র।

(গ)    জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (জাতীয় পরিচয়পত্র তৈরী না হলে) এর সত্যায়িত কপি (সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিযুক্ত স্পষ্ট সীল থাকতে হবে)।

(ঘ)    সকল শিক্ষাগত যোগ্যতা ও পদের পার্শ্বে উল্লিখিত সকল অভিজ্ঞতা ও কম্পিউটার টাইপের সনদপত্রের ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা সত্যায়িত)।

(ঙ)   প্রার্থী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে উক্ত কোটায় আবেদীত চাকরি প্রার্থীদেরকে নির্ধারিত ফরমের সাথে নিম্নেবর্ণিত ছকে উল্লিখিত তথ্যাদি পূরণপূর্বক সনদের সত্যায়িত কপি আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে।

প্রার্থীর নাম

 

 

 

 

 

 

মুক্তিযোদ্ধার নামমুক্তিযোদ্ধার  পিতার নামমুক্তিযোদ্ধার স্থায়ী ঠিকানামুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ ও  জন্ম সনদমুক্তিযোদ্ধার  সনদ নম্বর, মুক্তিবার্তা নম্বর ও তারিখগেজেট  নম্বর ও তারিখমন্ত্রণালয়ের সনদ নম্বর তারিখ ও স্মারক নম্বরবামুস সনদ নম্বর ও তারিখমুক্তিযোদ্ধার  সন্তান দাবী করার ক্ষেত্রে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র এবং মুক্তিযোদ্ধার উত্তোরাধিকার সনদ  পত্রমন্তব্য
১০১২

 

(চ)    ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নং ১-০৭৪২-০০০০-২০৩১-তে ১০০/- (একশত) টাকা প্রদান করে ট্রেজারি চালানের মূলকপি (প্রথম কপি) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

(ছ)   পদের নাম ও প্রার্থীর নাম-ঠিকানা সম্বলিত অব্যবহৃত ১০/-(দশ) টাকার ডাক টিকিট লাগানো ০১ (এক) টি ১০ ইঞ্চিX৪.৫ ইঞ্চি সাইজের ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

০৮.   বিলম্বে প্রাপ্ত আবদেনপত্র এবং ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

০৯.   চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। এ ক্ষেত্রে আবেদন পত্রের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।

১০.   সরকারি নীতিমালা মোতাবেক মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য কোটা সংক্রান্ত সরকারি বিধি বিধান অনুসরণ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে তার কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। অন্যথায় তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।

১১.   কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২.   লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা/দক্ষতার প্রমাণস্বরূপ সনদপত্র ও কোটা সম্পর্কিত প্রমাণক সনদপত্রের মূল কপি উপস্থাপন/দাখিল করতে হবে।

১৩.   নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর যোগ্যতার পরিপন্থি বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।

১৪.   নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোন নিষেধাজ্ঞা থাকে, কোন রিট/মামলা বিচারাধীন থাকে বা কোন মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান বা প্রক্রিয়াধীন থাকে; তবে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিদ্যমান বিধি-বিধান মোতাবেক শূন্য পদ পূরণের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে অথবা নিয়োগ আদেশ প্রদান করা হলেও তা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১৫.   কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন ও বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

১৬.   নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী প্রযোজ্য হবে।

১৭.  এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।

১৮.   প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

 

 

(মো: তৌফিকুর রহমান)

জেলা প্রশাসক

কুষ্টিয়া

ফোন-০২৪৭৭৭৮২৩০০

১৩ ফাল্গুন ১৪৩১

স্মারক নম্বরঃ ০৫.৪৪.৫০০০.০০২.১১.০০৬.২৫- ১০৭(৫০)                                                তারিখঃ ————————–

২৬ ফেব্রুয়ারি ২০২৫

 

জেলা প্রশাসক

কুষ্টিয়া।

ফোন-০২৪৭৭৭৮২৩০০