৭০ শতাংশ মানুষ মনে করেন, শেখ হাসিনা ভালো কাজ করছেন

৭০ শতাংশ মানুষ মনে করেন, শেখ হাসিনা ভালো কাজ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আআরআই) মঙ্গলবার প্রকাশ করা এ জরিপের ফলাফলে বলেছে, দেশের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরকারের জনপ্রিয়তা বেড়েছে। আবার বিরোধী দলের জনপ্রিয়তাও বাড়ছে, জোরালো হয়ে উঠছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি। সূত্র: আইআরআই ওয়েবসাইট

জরিপে অংশগ্রহণকারীদের ৪৪ শতাংশ বলেছেন, দেশ সঠিক পথে চলছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে এই হার ছিলো ৭৬ শতাংশ। মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে, যার প্রধান কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি।

৭০ শতাংশ মানুষ মনে করেন, শেখ হাসিনা ভালো কাজ করছেন

একজন অংশগ্রহণকারী বলেছেন, আমার স্বামীর বেতন তো বাড়েনি। কিন্তু জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে। জরিপ মতে, দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার কর্মকাণ্ডে সন্তুষ্ট। কিন্তু পাল্লা দিয়ে বিরোধী দলের সমর্থনও বাড়ছে। ২০১৯ সালে বিরোধীদের জনসমর্থন ছিলো ৩৬ শতাংশ। এখন সেটা ৬৩ শতাংশ।   

 

৭০ শতাংশ মানুষ মনে করেন, শেখ হাসিনা ভালো কাজ করছেন

 

আইআরআই বলছে, ২০১৮ সালের তুলনায় শেখ হাসিনার জনপ্রিয়তা ৪ শতাংশ বেড়েছে। প্রধানমন্ত্রী ও তার সরকারের জনপ্রিয়তা বাড়ার কারণে হিসেবে দেখা হচ্ছে, প্রথমত কোভিড মোকাবেলায় সাফল্য। এরপর রয়েছে অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিস্তৃতকরণ। 

জরিপের ফলাফলে দেখা গেছে, মানুষ বিভিন্ন সেক্টরে শেখ হাসিনার সরকারের সাফল্যের উচ্চ প্রশংসা করেছেন। সড়ক, মহাসড়ক এবং সেতু নির্মাণে সরকারের সাফল্যের কথা বলেছেন ৮৭ শতাংশ মানুষ। 

সুপেয় পানি সরবরাহে সরকারের সাফল্যের প্রশংসা করেছেন ৮৬ শতাংশ মানুষ। বিদ্যুৎ সরবরাহের প্রশংসা করেছেন ৮৪ শতাংশ উত্তরদাতা। মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য সরকারের পক্ষে বলেছেন ৭৭ শতাংশ উত্তরদাতা। শিক্ষার উন্নয়নে ৮১ শতাংশ এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে ৬০ শতাংশ মানুষ সমর্থন দিয়েছেন।

গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের পক্ষে রায় দিয়েছেন ৫৪ শতাংশ উত্তরদাতা। অপহরণ-গুম প্রতিরোধে সরকার সচেষ্ট আছে, এমন জবাব দিয়েছেন ৫২ শতাংশ মানুষ। ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন বিরোধী দলের উচিত তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হলেও নির্বাচনে অংশ নেওয়া। 

 

৭০ শতাংশ মানুষ মনে করেন, শেখ হাসিনা ভালো কাজ করছেন

 

চলতি বছরের ১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আইআরআই বাংলাদেশে এ জরিপ পরিচালনা করে। দেশের ৬৪ জেলার ৫ হাজার ভোটারের সঙ্গে কথা বলেছে জরিপ দল। উত্তরদাতাদের মধ্যে ১৮-৩৫ বয়স গ্রুপে ছিলেন ২৩৪৮ জন। ৩৬ থেকে ৫৫ বছরের মধ্যে ১৭৩৩ জন এবং ছাপ্পান্নো বছরের ওপরে ৯১৯ জন। উত্তরদাতাদের মধ্যে পুরুষ ২৬৩৩ জন এবং নারী ২৩৬৭ জন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শহরের ১৫৫০ জন এবং গ্রামের ৩৪৫০ জন। 

Leave a Comment