পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ ভারতের

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ’ শুল্ক আরোপ ভারতের। পেঁয়াজ ‘রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। শনিবার (১৯ আগস্ট) রপ্তানি,র অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ভারতের বার্ষিক খুচরা মূল্যস্ফীতি গত ১৫ মাসের সর্বোচ্চ ৭ দশমিক ৪৪ শতাংশে পৌঁছেছে; যা তার আগের মাসের ৪ দশমিক ৮৭ শতাংশের তুলনায় বেশি।

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ ভারতের

অন্যদিকে, দেশটিতে খাদ্য মূল্যস্ফীতি সামগ্রিক ভোক্তা মূল্যের প্রায় অর্ধেক ১১ দশমিক ৫১ শতাংশে পৌঁছেছে। দেশটিতে খুচরা খাদ্য মূল্যস্ফীতি ২০২০ সালের জানুয়ারির পর চলতি বছর সর্বোচ্চ ছুঁয়েছে। তবে ভারতে পেঁয়াজের ভালো মজুত আছে বলে জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। তারা জানান, দীর্ঘ সময় ধরে অত্যধিক গরম থাকার কারণে অনেক পেঁয়াজের মান নষ্ট হয়ে গেছে, ফলে বাজারে ভালো মানের পেঁয়াজের দাম বাড়ছে। 

এর আগে ব্যবসায়ীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইকোনমিক টাইমস জানিয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বরে প্রায় দ্বিগুণ বাড়তে পারে পেঁয়াজের দাম। এতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে ৫৫ থেকে ৬০ রুপি।

Leave a Comment