শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ]

মা-বাবার দেওয়া প্রকৃত নাম ছিল শামসুন্নাহার স্মৃতি। তবে কালের প্রবাহে আজ তিনি পরীমনি নামেই বেশি পরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগৎ এর এক আলোচিত অভিনেত্রী ও মডেল। তার ভক্তরা তাকে আদর করে “ডানা কাটা পরী” কিংবা শুধুমাত্র “পরী” নামে ডাকেন। ফেসবুকে তার ভেরিফাইড পেজে প্রায় ৯২ লাখ অনুসারী যুক্ত রয়েছে। পরীমনির চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৫ সালে, “ভালোবাসা সীমাহীন” চলচ্চিত্রের মাধ্যমে। একই বছর তিনি “রানা প্লাজা” ছবিতে কাজ করার মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন।

২০২০ সালে, যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন এশিয়ার সেরা ১০০ জন ডিজিটাল তারকার তালিকায় পরীমনির নাম অন্তর্ভুক্ত করে। তার সাথে সেই তালিকায় স্থান পেয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিতদের মতো নামী তারকারা। ফোর্বসের ওই তালিকায় উল্লেখ করা হয়েছে যে, পরীমনির ফেসবুক পেজে প্রায় ১ কোটি অনুসারী রয়েছে এবং তার প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি।

সম্প্রতি পরী আবার নতুন করে ‘টক অফ দ্য কান্ট্রি’ হিসেবে শিরোনাম হয়েছেন। তবে এটি তার অভিনয়ের কারণে নয়, বরং কিছু ভিন্ন কারণে। এর ফলে তার জীবন নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল। আজকের এই লেখায় আমরা জানবো, কিভাবে গ্রামের মেয়ে শামসুন্নাহার স্মৃতি থেকে আজকের পরীমনি হয়ে উঠলেন।

 

পরীমনি
পরীমনি

 

পরীমনির জন্ম ও বেড়ে ওঠা:

পরীমনির জন্ম ১৯৯২ সালে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায়, এক মুসলিম পরিবারে। তার জন্মের সময় নাম রাখা হয়েছিল শামসুন্নাহার স্মৃতি। উনিশ শতকের শেষের দিকে পরীমনির মা, সালমা সুলতানা, ঢাকায় এক দুর্ঘটনায় আগুনে পুড়ে গুরুতরভাবে দগ্ধ হন। তখন পরী ছিল মাত্র তিন বছর বয়সী।

পরী নিজে তার নামের ব্যাপারে বলেন, “আমার পরী নামটা আমার নানিমনির দেওয়া। তার নানির নাম ছিল পরীবিবি। আমার জন্মের কয়েকদিন আগে তিনি মারা যান, আর তারপর আমার নাম হয়ে যায় পরী, আর মনিটা সবাই আদর করে বলে শামসুন্নাহার স্মৃতি।”

তার বাবা, মনিরুল ইসলাম, এই শোকার্ত পরিস্থিতিতে পরীকে তার নানা, শামসুল হক গাজীর কাছে রেখে ঢাকায় গিয়ে মায়ের চিকিৎসা শুরু করেন। দুর্ঘটনার দুই মাস পর, চিকিৎসাধীন অবস্থায় পরীমনির মা মারা যান। ফলে, মাত্র তিন বছর বয়সেই পরী মা হারান।

মায়ের মৃত্যু পর, পরী নানা বাড়িতেই বড় হতে থাকেন। তার নানা-নানি এবং খালারা তাকে যত্ন নিতেন। পরীর বাবা পুলিশের চাকরি করতেন, তাই সন্তানকে নিজের কাছে রাখার সুযোগ ছিল না। এর ফলে, পরীর শৈশব এবং তারুণ্য বেশিরভাগ সময়ই মামা বাড়িতেই কাটে।

পরীমনির শিক্ষাজীবন:

পরীমনির শৈশব থেকেই শিক্ষার প্রতি আগ্রহ ছিল। তার নানা-নানি দুজনেই ছিলেন শিক্ষক। পরী মাতৃশিক্ষায়তন থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি পিরোজপুরে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরবর্তীতে উচ্চতর শিক্ষার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ভর্তি হন, তবে সেখানে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাননি। ওই কলেজের অধ্যক্ষ, জাহাঙ্গীর কবির, জানান, “স্মৃতি ২০১১–১২ সাল নাগাদ ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.৫ পেয়ে আমাদের কলেজে ভর্তি হতে আসে, কিন্তু ভর্তি হওয়ার পর আর কলেজে আসেনি।”

এরপর পরী সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে ভর্তি হন। তবে স্নাতক অধ্যায় চলাকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন, ফলে তার একাডেমিক পড়াশোনা অসম্পূর্ণ থেকে যায়।

অভিনয় নিয়ে পরী কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি। তিনি অভিনয়ের কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেননি, তবে ঢাকায় এসে বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছিলেন।

 

পরীমনি
পরীমনি

 

ব্যক্তিগত জীবন: পরীর পাঁচটি বিয়ে

১ম বিয়ে (২০১০):
এসএসসি পরীক্ষার আগেই পরিবারের সিদ্ধান্তে পরীর বিয়ে হয় গ্রামের ইসমাইল হোসেনের সঙ্গে। কিন্তু যৌতুক চাওয়াকে কেন্দ্র করে এই বিয়ে টেকে মাত্র দুই বছর।

২য় বিয়ে (২০১২):
২৮ এপ্রিল কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে বিয়ে হয়, তবে সেটিও টেকেনি।

৩য় বিয়ে (২০১৯):
সাংবাদিক তামিম হাসানের সঙ্গে প্রেম ছিল ২০১৬ সাল থেকে। ২০১৯ সালের ভালোবাসা দিবসে তারা বিয়ে করেন, কিন্তু পরে বিচ্ছেদ ঘটে।

৪র্থ বিয়ে (২০২০):
৯ মার্চ পরিচালক কামরুজ্জামান রনিকে ৩ টাকা দেনমোহরে বিয়ে করেন। এই সম্পর্কও টেকেনি।

৫ম বিয়ে (২০২১):
১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গোপনে বিয়ে করেন পরীমনি। ২০২২ সালের ১০ জানুয়ারি তিনি তার গর্ভাবস্থার কথা প্রকাশ করেন। এরপর ২২ জানুয়ারি পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরীমনি
পরীমনি

 

পরীমনির অভিনয় জীবন ও চলচ্চিত্র ক্যারিয়ার

পরীমনি ছোটবেলা থেকেই বাবার মতো পুলিশ অফিসার হতে চেয়েছিলেন। তবে ভাগ্যের পথ অন্যদিকে মোড় নেয়। তার পেশাগত যাত্রা শুরু হয় মডেলিং দিয়ে। মডেলিংয়ের পাশাপাশি তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ছোটপর্দার নাটকে অভিনয় শুরু করেন। ধীরে ধীরে তিনি নাটকে নিজেকে মেলে ধরেন।

তিনি ‘সেকেন্ড ইনিংস’, ‘এক্সক্লুসিভ’, ‘এক্সট্রা ব্যাচেলর’, ‘নারী ও নবনীতা তোমার জন্য’—এই চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন। এর মধ্যে ‘নারী ও নবনীতা তোমার জন্য’ নাটকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন, যেখানে আমিন খান ও পপি ছিলেন তার সহশিল্পী। তার অভিনয় জীবন শুরু হয় ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সঙ্গে কাজ করেই—যা ছিল তার জন্য এক বিশাল প্রাপ্তি।

ছোটপর্দা থেকেই ধীরে ধীরে তিনি রূপালী পর্দার পথে পা বাড়ান। সাধারণত নতুন অভিনেতা বা অভিনেত্রীর কোনো ছবি মুক্তি পাওয়ার পরই মানুষ তাদের চিনে নেয়। কিন্তু পরীমনির ক্ষেত্রে ঘটনাটি ছিল একদম ব্যতিক্রম। ২০১৩ সালের শেষ দিকে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। কিন্তু ছবিটি মুক্তির আগেই তিনি ২৩টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেন। তাকে ঘিরে তৈরি হয় কৌতূহল, আলোচনার ঝড়।

তার প্রথম অভিনীত চলচ্চিত্র ছিল শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন। যদিও একের পর এক ছবিতে কাজ করলেও তার কোনো ছবি মুক্তি পাচ্ছিল না। অবশেষে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি ঢাকাসহ দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়, এবং পরীমনির বড় পর্দার যাত্রা শুরু হয় আনুষ্ঠানিকভাবে।

এরপরই তিনি আলোচনায় আসেন রানা প্লাজা (২০১৫) ছবির মাধ্যমে। এই চলচ্চিত্রটি সাভারের রানা প্লাজা ধস এবং ১৭ দিন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা পোশাক শ্রমিকদের উদ্ধার অভিযান অবলম্বনে নির্মিত। ছবির মূল চরিত্র ছিল রেশমা নামে এক শ্রমিক, যার ভূমিকায় অভিনয় করেন পরীমনি। যদিও ছবিটি সেন্সর বোর্ডের আপত্তির কারণে শেষ পর্যন্ত মুক্তি পায়নি, তবে এটি পরীমনিকে কেন্দ্র করে তৈরি করেছিল বিশাল আলোচনার ঝড়।

রানা প্লাজা আলোর মুখ না দেখলেও, পরীমনি থেমে থাকেননি। তিনি একের পর এক ছবিতে অভিনয় করেন, বিজ্ঞাপনে কাজ করেন, এবং নিজের জায়গা তৈরি করেন চলচ্চিত্র অঙ্গনে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন পুরস্কার অর্জন করেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে।

 

পরীমনি
পরীমনি

 

পরীমনির অভিনীত চলচ্চিত্রের তালিকা:

 

২০১৫ সালের চলচ্চিত্রসমূহ:

চলচ্চিত্রের নামঘরানাপরিচালক
ভালোবাসা সীমাহীনরোমান্টিকশাহ আলম মন্ডল
পাগলা দিওয়ানাঅ্যাকশনশাহীন সুমন
দরদিয়ারোমান্টিকবাবুল রেজা
আরো ভালোবাসবো তোমায়রোমান্টিকঅনন্য মামুন
লাভার নাম্বার ওয়ানরোমান্টিকওয়াজেদ আলী সুমন
নগর মাস্তানঅ্যাকশনমনতাজুর রহমান আকবর
মহুয়া সুন্দরীলোকজ/নাট্যরওশন আরা নিপা
আমার মন জুড়ে তুইরোমান্টিক
রানা প্লাজাসামাজিক/গুরুত্বপূর্ণনাজমুল আহসান কল্লোল
সারপ্রাইজ
প্রবাসী ডনঅ্যাকশন
ভালবাসার অনেক জ্বালারোমান্টিক

২০১৬ সালের চলচ্চিত্রসমূহ:

চলচ্চিত্রের নামঘরানাপরিচালক
মন জানেনা মনের ঠিকানারোমান্টিক
কত স্বপ্ন কত আশারোমান্টিক
রক্তঅ্যাকশন/থ্রিলারওয়াজেদ আলী সুমন
পুড়ে যায় মনরোমান্টিক
ধূমকেতুঅ্যাকশনসোহানুর রহমান সোহান

 

২০১৭ সালের চলচ্চিত্রসমূহ:

চলচ্চিত্রের নামঘরানাপরিচালক
আপন মানুষরোমান্টিকশাহীন সুমন
সোনা বন্ধুরোমান্টিকজাহাঙ্গীর আলম সুমন
অন্তর জ্বালাড্রামা/অ্যাকশনমালেক আফসারী
ইনোসেন্ট লাভরোমান্টিক

 

২০১৮ সালের চলচ্চিত্রসমূহ:

চলচ্চিত্রের নামঘরানাপরিচালক
স্বপ্নজালরোমান্টিক/ড্রামাগিয়াস উদ্দিন সেলিম

 

২০১৯ সালের চলচ্চিত্রসমূহ:

চলচ্চিত্রের নামঘরানাপরিচালক
আমার প্রেম আমার প্রিয়ারোমান্টিকশামীমুল ইসলাম শামীম

 

২০২০ সালের চলচ্চিত্রসমূহ:

চলচ্চিত্রের নামঘরানাপরিচালক
বিশ্বসুন্দরীরোমান্টিকচয়নিকা চৌধুরী

 

২০২১ সালের চলচ্চিত্রসমূহ:

চলচ্চিত্রের নামঘরানাপরিচালক
স্ফুলিঙ্গদেশপ্রেমমূলকতানিম রহমান অংশু
অ্যাডভেঞ্চার অব সুন্দরবনশিশু ও কিশোরআবু রায়হান জুয়েল
নদীর বুকে চাঁদরোমান্টিক
বাহাদুরীঅ্যাকশন
ক্ষতসামাজিকঅনন্য মামুন
প্রীতিলতাঐতিহাসিকরাশিদ পলাশ
১৯৭১ সেই সব দিনঐতিহাসিকহৃদি হক
বায়োপিকজীবনীভিত্তিক

 

 

পরীমনি
পরীমনি

 

পরীমনিকে নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক:

চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি একাধিক সময় ব্যক্তিগত জীবনের বিভিন্ন প্রসঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। প্রেম, বিয়ে, সামাজিক কর্মকাণ্ড, বিতর্কিত ঘটনা—সবকিছু মিলিয়ে তিনি বারবার শিরোনামে ছিলেন।

 

প্রেম ও সম্পর্কের টানাপোড়েন:

পরীমনির ব্যক্তিজীবনের প্রেমের নানা অধ্যায় গণমাধ্যমে উঠে এসেছে বহুবার। একাধিক সম্পর্ক গড়ে ওঠা এবং ভেঙে যাওয়া—এইসব ঘটনা নিয়ে আলোচনা হয়েছে নানাভাবে। তার প্রেম ও বৈবাহিক জীবনের বিভিন্ন দিক নিয়ে দর্শকের কৌতূহল ছিল সবসময়ই।

 

তামিম হাসানের সঙ্গে বাগদান:

সাংবাদিক তামিম হাসানের সঙ্গে পরীমনির প্রেম ও পরবর্তী সময়ে বাগদানের খবর প্রকাশ্যে আসে। তবে সেই সম্পর্ক বিয়েতে গড়ানোর আগেই ভেঙে যায়।

 

কামরুজ্জামান রনির সঙ্গে বিয়ে:

২০২০ সালের ৯ মার্চ, অভিনেত্রী ও পরিচালক হৃদি হকের অফিসে পরিচালক ও থিয়েটারকর্মী কামরুজ্জামান রনির সঙ্গে কাজী ডেকে বিয়ে করেন পরীমনি। সেই খবর তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এক পোস্টে তিনি লিখেছিলেন, “জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না?” তবে কিছুদিন পরই সেই সম্পর্ক ভেঙে যায় বলে গুঞ্জন ওঠে। এ বিষয়ে পরীমনি মুখ খুলতে চাননি। গণমাধ্যমে বারবার অনুরোধ করেন—তার বিয়ের প্রসঙ্গে কোনো প্রশ্ন না করতে।

 

এফডিসিতে কোরবানির আয়োজন:

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-তে সহকারী শিল্পীদের জন্য প্রতি বছর কোরবানির আয়োজন করে থাকেন পরীমনি। এই মানবিক উদ্যোগ তাকে আলোচনায় নিয়ে আসে।

 

বিলাসবহুল গাড়ি কিনে আলোচনা:

প্রায় সাড়ে তিন কোটি টাকায় একটি বিলাসবহুল গাড়ি কেনার খবর দিয়ে পরীমনি ফের আলোচনায় আসেন। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

 

করোনাকালে জন্মদিন উদযাপন:

২০২০ সালে করোনা পরিস্থিতির মধ্যেও পরীমনি পাঁচ তারকা হোটেলে ঘনিষ্ঠজনদের নিয়ে তার জন্মদিন উদযাপন করেন। জন্মদিন উপলক্ষে ড্রেস কোড নির্ধারণ করে অনুষ্ঠানটি আয়োজন করেন তিনি—পুরুষদের জন্য সাদা, নারীদের জন্য লাল পোশাক বাধ্যতামূলক ছিল। ‘গুনিন’ সিনেমার শুটিং থেকে ছুটি নিয়ে এই আয়োজনে অংশ নেন তিনি।

 

ডিবি কর্মকর্তা সাকলায়েনের সঙ্গে সম্পর্ক:

ঢাকা বোট ক্লাব সংক্রান্ত মামলার তদন্তের সময় পরীমনির সঙ্গে পরিচয় ঘটে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা গোলাম সাকলায়েনের। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ উঠে। দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় একাধিকবার। পরীমনির বাসায় এবং সাকলায়েনের বাসভবনে তারা সময় কাটিয়েছেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। এসব নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

 

গ্রেফতার ও জামিন:

২০২১ সালের ৪ আগস্ট, র‍্যাব পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে অনুমোদনহীন মিনিবার এবং মাদক রাখার অভিযোগে তাকে আটক করে। পরবর্তীতে আদালত তার দুই দফায় রিমান্ড মঞ্জুর করে। ২৬ দিন কারাবাসের পর, ৩১ আগস্ট পরীমনি জামিনে মুক্তি পান।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সর্বশেষ:

গেল এপ্রিল মাসে চলচ্চিত্র এবং বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের বিরতিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ঘুরে আসেন পরীমনি। তিনি নিজের ফেসবুক পেইজে কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় যে পরীমনি দুবাইয়ের বিখ্যাত ফরাসি ফ্যাশন হাউজ লুই ভিেটনের দোকান থেকে কেনাকাটা করেছেন। এক সন্ধ্যায়, দুবাই মলের ঝলমলে আলোতে তার মোহনীয় রূপ ফুটে ওঠে। আরেকটি ছবিতে, নীল সমুদ্রের মাঝে বিলাসবহুল ইয়টের চালকের আসনে বসে ছিলেন পরীমনি। এছাড়াও, তপ্ত মরুভূমির মধ্যে বাজপাখি হাতে ‘এরাবিয়ান স্টাইল’ ছবি তোলায় পরীমনি ক্যামেরায় ধরা পড়েন।

 

আরও দেখুন:

Leave a Comment