রাজনীতির দাপটে গ্রামের নারীরা আক্রান্ত

বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে এক বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে ধান কাটার সময় চার নারীসহ পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলেই এই হামলার ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মন্নাফ হাওলাদার ও জামাল গাজীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি জমির ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ হয় এবং উভয় পক্ষ আদালতে মামলা দায়ের করে। মন্নাফ হাওলাদার ও তার পরিবারের ১১ জন কারাগারে থাকার সুযোগে জামাল গাজীর ভাই ও যুবদল নেতা আরিফ গাজীর নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল জমিতে ঢুকে ধান কাটার চেষ্টা চালায়।

তবে মন্নাফ হাওলাদারের পরিবারের নারীরা বাধা দেন। এতে উত্তেজিত হয়ে হামলাকারীরা নারীদের সহ পাঁচজনকে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের মধ্যে কদভানু (৪৫), শেফালী (৪০), নুর নাহার (৩৫), মমতাজ (৭০) ও সাদ্দাম হোসেন (৩০) রয়েছেন।

স্থানীয়রা বলেন, হামলাকারীরা ধান কাটার মেশিন ও ধারালো অস্ত্র ব্যবহার করে। চিৎকারে আতঙ্কিত হয়ে এলাকাবাসী ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ৮টার দিকে জাকারিয়া, সগির ও লিপি বেগম নামের তিনজনকে আটক করা হয়েছে। তবে হামলার মূল নেতা আরিফ গাজী অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।