রমজান মাসে আল-আকসায় ‘নিরাপত্তা বিধিনিষেধ’ আরোপ করলো ইসরাইল

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ : ইসরাইল বৃহস্পতিবার ঘোষণা করেছে যে আসন্ন পবিত্র রমজান মাসে জেরুজালেমের পুরাতন নগরীর আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তারা বিশেষ ‘নিরাপত্তা বিধিনিষেধ’ কার্যকর করবে। এই সিদ্ধান্তের বিষয়টি এএফপি তাদের জেরুজালেম প্রতিবেদনে জানিয়েছে।

প্রতি বছর রমজান মাসে লক্ষাধিক ফিলিস্তিনি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন। তবে এই অঞ্চল বর্তমানে ইসরাইলের দখলে রয়েছে।

চলতি বছর রমজানের আগে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়, যা কয়েক মাস ধরে চলা ভয়াবহ সংঘাতের ইতি টানে। ওই সংঘাতে কয়েক হাজার মানুষ প্রাণ হারান।

এক অনলাইন ব্রিফিংয়ে ইসরাইলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার জানান, “জননিরাপত্তার স্বার্থে প্রতি বছরের মতোই কিছু বিধিনিষেধ বহাল থাকবে।” গত বছর গাজা যুদ্ধের সময় ইসরাইল আল-আকসায় ফিলিস্তিনি দর্শনার্থীদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর থেকে আসাদের ক্ষেত্রে।

নিরাপত্তার অজুহাতে এবারও বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে:

  • শুধুমাত্র ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
  • জেরুজালেমের পুরাতন শহরে হাজার হাজার ইসরাইলি পুলিশ মোতায়েন করা হবে।

মেনসার আরও বলেন, “আমরা কোনোভাবেই সহিংসতা ও উসকানি বরদাশত করবো না, যেমনটি কোনো দেশই মেনে নেবে না।” তবে এবারের রমজানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে কিনা, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

আল-আকসা মসজিদ ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত। দীর্ঘদিনের রীতি অনুসারে, ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও প্রার্থনার অনুমতি নেই।

ইসরাইলি সরকার দাবি করে আসছে যে তারা মসজিদ প্রাঙ্গণের স্থিতাবস্থা বজায় রাখতে চায়, তবে ফিলিস্তিনিরা আশঙ্কা করছে যে এই ইস্যুকে কেন্দ্র করেই সহিংসতা আরও বাড়তে পারে।