মেট্রোরেলের পাঁচ স্টেশনে ব্র্যাক ব্যাংকের আধুনিক এটিএম সেবা চালু

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনা মেট্রোরেল যাত্রীদের জন্য এবার যুক্ত হলো আরও একটি আধুনিক সুবিধা। রাজধানীর এমআরটি লাইন-৬-এর পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশনে ব্র্যাক ব্যাংক পিএলসি চালু করেছে আধুনিক এটিএম সেবা, যার মাধ্যমে যাত্রীরা পাচ্ছেন দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন ব্যাংকিং সুবিধা। এই উদ্যোগের ফলে ব্র্যাক ব্যাংকের অল্টারনেট ব্যাংকিং চ্যানেল নেটওয়ার্ক আরও শক্তিশালী ও বিস্তৃত হলো।

বর্তমানে পল্লবী, মিরপুর-১০, ফার্মগেট, শাহবাগ ও বাংলাদেশ সচিবালয়—এই পাঁচটি ব্যস্ত মেট্রোরেল স্টেশনে স্থাপিত এটিএম বুথগুলো সম্পূর্ণরূপে চালু রয়েছে। প্রতিদিন হাজারো যাত্রী এসব স্টেশন ব্যবহার করেন। ফলে যাতায়াতের ফাঁকে সহজেই ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

২৪ ঘণ্টার স্মার্ট ব্যাংকিং সুবিধা :

মেট্রোরেল ইতোমধ্যে ঢাকার যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই গুরুত্বপূর্ণ পরিবহন হাবে ব্র্যাক ব্যাংকের এটিএম সেবা যুক্ত হওয়ায় যাত্রীরা এখন ২৪ ঘণ্টা নগদ উত্তোলনসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা পাবেন। এসব এটিএম থেকে শুধু টাকা তোলাই নয়—ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স অনুসন্ধান, কার্ডবিহীন ক্যাশ উত্তোলন, বিকাশ ক্যাশ-আউটসহ নানা প্রযুক্তিনির্ভর স্মার্ট সেবা গ্রহণ করা যাবে।

চুক্তি ও উদ্বোধনী আয়োজন :

এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং ব্র্যাক ব্যাংক-এর মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে। চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম এবং ডিএমটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর ফারুক আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব, কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবীর, ব্র্যাক ব্যাংকের ইমতিয়াজ আহমেদ, নাকিব জামান, খন্দকার এমদাদুল হক এবং সাবিনা সারমিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাক ব্যাংকের বক্তব্য :

এটিএম সেবা চালু প্রসঙ্গে নাজমুর রহিম বলেন,
“দৈনন্দিন যাতায়াতের কেন্দ্রগুলোতে ব্যাংকিং সেবা যুক্ত করার মাধ্যমে আমরা নগরের গ্রাহকদের জন্য আর্থিক সেবাকে আরও দ্রুত, স্মার্ট ও সুবিধাজনক করে তুলছি। ভবিষ্যতেও দেশের গুরুত্বপূর্ণ পরিবহন হাব ও পয়েন্টে আমাদের এটিএম নেটওয়ার্ক সম্প্রসারিত হবে।”

দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক :

বর্তমানে ব্র্যাক ব্যাংকের সারা দেশে রয়েছে ৩২৯টি এটিএম, ১০৩টি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) এবং ৬৮টি রিমোট কাস্টমার ডিপোজিট মেশিন (আরসিডিএম)। এই বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকটি নগর ও প্রান্তিক—সব জায়গায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। মেট্রোরেল স্টেশনে এটিএম স্থাপন সেই প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন।

এক নজরে তথ্য :

বিষয়বিবরণ
ব্যাংকের নামব্র্যাক ব্যাংক পিএলসি
মেট্রো লাইনএমআরটি লাইন-৬
এটিএম স্থাপিত স্টেশনপল্লবী, মিরপুর-১০, ফার্মগেট, শাহবাগ, বাংলাদেশ সচিবালয়
সেবার ধরন২৪ ঘণ্টা এটিএম ও স্মার্ট ব্যাংকিং
মোট এটিএম (দেশব্যাপী)৩২৯টি
অংশীদার প্রতিষ্ঠানডিএমটিসিএল