নতুন উদ্বোধন হওয়া মডেল মসজিদে বিস্ফোরণ

নতুন উদ্বোধন হওয়া মডেল মসজিদে বিস্ফোরণ , নোয়াখালীর বেগমগঞ্জে সদ্য উদ্বোধন হওয়া মডেল মসজিদের অভ্যন্তরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, বিষয়টি নাশকতা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য বোম ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে

নতুন উদ্বোধন হওয়া মডেল মসজিদে বিস্ফোরণ

নতুন উদ্বোধন হওয়া মডেল মসজিদে বিস্ফোরণ

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসির আরাফাত জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার মসজিদটি উদ্বোধন করেন।

মঙ্গলবার  রাতে মসজিদটির দ্বিতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণের ‘ঘটনা ঘটে। মসজিদের ভেতরে আগুন ধরে যায়। এতে ওই তলার মেঝে ও দেয়াল ফাটলসহ জানালার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
খবর পেয়ে বুধবার (২২ মার্চ) সকালে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বিস্ফোরণের পর থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। নাশকতার আলামত পেলে মামলা করা হবে।
Glive24.com Logo 512x512 1 নতুন উদ্বোধন হওয়া মডেল মসজিদে বিস্ফোরণ

ধর্ম মন্ত্রণালয়ের অধীন প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হক এন্ড ব্রাদার্স। এর আগে মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা।
আরও দেখুনঃ

Leave a Comment