অবশেষে বঙ্গবাজারের আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে

বঙ্গবাজারের আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে , প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বঙ্গবাজারের আগুন। বহু ব্যবসায়ীকে পথে বসিয়ে দেয়া এ আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে উদ্ধারকারীদের।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে মার্কেটটিতে আগুনের খবর পেয়ে ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ৫০টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অবশেষে বঙ্গবাজারের আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে

ফায়ার সার্ভিসের সঙ্গে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে সেনাবাাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‌্যাবের দল।

 

অবশেষে বঙ্গবাজারের আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে

 

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মোট ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগুনে বঙ্গবাজার ও আশপাশে কত দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তার সঠিক সংখ্যা না জানা গেলেও ধারণা করা হচ্ছে এই সংখ্যা ৫ হাজারের মতো।

 

অবশেষে বঙ্গবাজারের আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে

 

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানিয়েছেন, বঙ্গবাজার মার্কেটে আড়াই হাজারসহ আশপাশের মার্কেটে আগুনে প্রায় ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। আনুমানিক দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে থোক বরাদ্দ হিসেবে সাত কোটি টাকা ক্ষতিপূূরণের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Comment