প্রথম দিন ৮৭ লাখ টাকা চাঁদা, পেনশন স্কিমে ১৬০০ জন। চালুর প্রথমদিন এক হাজার ৬০০ জন চাঁদা দিয়ে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হয়েছেন; নিবন্ধন করেছেন আরও অনেকে। বিডি নিউজ ২৪ ডটকমসরকারি চাকুরেদের বাইরে সবার জন্য বহুল আলোচিত এ পেনশন কার্যক্রম উদ্বোধনের দিন বৃহস্পতিবার এতে নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করা হলে অনলাইনে চালু হওয়া এ প্রক্রিয়ায় আগ্রহীদের অনেকে প্রথম দিনেই নিবন্ধন করতে শুরু করেন।
প্রথম দিন ৮৭ লাখ টাকা চাঁদা, পেনশন স্কিমে ১৬০০ জন
শুক্রবার সর্বজনীন পেনশন স্কিমের বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা বলেন, পেনশন স্কিম নিয়ে যে দেশের নাগরিকরা যে আশাবাদী তা প্রথম দিনের সাড়া দেখেই বোঝা যাচ্ছে। দ্বিতীয় দিনের হিসাব বের করা হয়নি। তবে প্রথম দিন ১৬০০ জনের বেশি মানুষ চাঁদা জমা দিয়ে নিবন্ধন করেছেন।

এর চেয়ে আরও অনেক বেশি মানুষ নিবন্ধনের জন্য ফরম পূরণ করেছেন জানিয়ে তিনি বলেন, কিন্তু টাকা জমা দেওয়ার আগে কাউন্ট করা হচ্ছে না। প্রথম দিনে চাঁদা বাবদ মোট ৮৭ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
শুরুতে প্রবাসীদের জন্য ‘প্রবাস’, বেসরকারি কর্মজীবীদের জন্য ‘প্রগতি’, স্বকর্ম ও অপ্রতিষ্ঠানিক খাতের কর্মজীবীদের জন্য ‘সুরক্ষা’ এবং স্বল্প আয়ের নাগরিকদের জন্য ‘সমতা’ স্কিম চালু করা হয়েছে। আপাতত চারটি স্কিম চালু করা হলেও ভবিষ্যতে আরও দুটি স্কিম চালু করে মোট ছয়টি স্কিম করা হবে বলে জানিয়েছন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
