পুরুষ দ্বৈতে দাপট দেখিয়ে ফাইনালে দুই বাংলাদেশি জুটি

আন্তর্জাতিক ব্যাডমিন্টন অঙ্গনে বাংলাদেশের জন্য বৃহস্পতিবারটি হয়ে উঠেছে গৌরব ও আনন্দের দিন। স্বাগতিক খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের পুরুষ দ্বৈত ইভেন্টে নিশ্চিত হয়েছে অল বাংলাদেশ ফাইনাল। উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল শেষে দুইটি বাংলাদেশি জুটি ফাইনালে জায়গা করে নেওয়ায় শিরোপা যে এবার স্বাগতিক বাংলাদেশের হাতেই থাকছে, তা কার্যত নিশ্চিত হয়ে গেছে।

ঢাকার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় দুই বাংলাদেশি জুটি—গৌরব সিংহ ও আবদুল জহির তানভীরের বিপক্ষে আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল। শুরু থেকেই ম্যাচটি ছিল সমানতালে উত্তেজনাপূর্ণ। প্রথম সেটে কিছুটা চাপে পড়ে ১৯–২১ পয়েন্টে পিছিয়ে যায় গৌরব-তানভীর জুটি। তবে দ্বিতীয় সেটে তারা সম্পূর্ণ ভিন্ন রূপে ফিরে আসে। আক্রমণাত্মক স্ম্যাশ, নিখুঁত নেট প্লে ও দারুণ কোর্ট কাভারেজে প্রতিপক্ষকে মাত্র ৮ পয়েন্টে আটকে রেখে ২১–৮ ব্যবধানে সেট নিজেদের করে নেয় তারা। নির্ধারণী তৃতীয় সেটেও আত্মবিশ্বাসী পারফরম্যান্স বজায় রেখে ২১–১৫ পয়েন্টে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটে গৌরব ও তানভীর।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে দর্শকদের জন্য আরও বেশি রোমাঞ্চ উপহার দেন মিজানুর রহমান ও রাহাতুন নাঈম। থাইল্যান্ডের শক্তিশালী জুটি কুল্লাপাত লোথং ও তাছিনের বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের এই জুটির। প্রথম সেটে ১৭–২১ পয়েন্টে হেরে গেলেও দ্বিতীয় সেটে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ধারাবাহিক আক্রমণ ও কৌশলী খেলায় ২১–১৩ পয়েন্টে দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরান মিজান ও নাঈম। তৃতীয় ও শেষ সেটে দু’দলের মধ্যে চলে চরম স্নায়ুযুদ্ধ। একাধিক ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত ২৫–২৩ পয়েন্টে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেন এই বাংলাদেশি জুটি।

উল্লেখযোগ্য বিষয় হলো, কয়েক দিন আগেই কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত ইউনেক্স কানাডিয়ান চ্যালেঞ্জে ব্রোঞ্জ পদক জিতে দেশে ফিরেছিলেন আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল। আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক সাফল্যের ইঙ্গিত দিলেও নিজ দেশের মাটিতে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি তারা। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে কোয়ার্টার ফাইনালেও উঠতে না পারার পর চলমান ইন্টারন্যাশনাল সিরিজে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছালেও শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছে এই জুটিকে।

এর আগে কোয়ার্টার ফাইনালে আল আমিন ও মোয়াজ্জেম ইংল্যান্ডের ওয়াং ইউ হ্যাং ও অস্ট্রেলিয়ার জেউই জি জুটিকে ২১–১৪ ও ২৫–২৩ পয়েন্টে সরাসরি সেটে হারিয়ে শেষ চারে ওঠেন। গৌরব ও তানভীর ভিয়েতনামের থান দাত ও ডাক এনগুয়েন জুটিকে ২১–১৫, ২১–১৫ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেন। অন্যদিকে মিজান ও নাঈম ভারতের অতুল কুমার ও প্রদীপ কুমার জুটিকে ২১–১৫ ও ২১–১৬ পয়েন্টে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন।

সব মিলিয়ে স্বাগতিক খেলোয়াড়দের ধারাবাহিক সাফল্য ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে পুরুষ দ্বৈতে অল বাংলাদেশ ফাইনাল নিশ্চিত হওয়ায় টুর্নামেন্টে নতুন মাত্রার উত্তেজনা যোগ হয়েছে। আগামীকাল শুক্রবার বেলা ২টা থেকে শুরু হবে পাঁচটি ইভেন্টের ফাইনাল ম্যাচ। ব্যাডমিন্টনপ্রেমীদের চোখ এখন পুরুষ দ্বৈতের ফাইনালে, যেখানে দুই শক্তিশালী বাংলাদেশি জুটির লড়াইয়ে নির্ধারিত হবে শিরোপার চূড়ান্ত ভাগ্য।