ধর্ষণ মামলায় ফেসে গেলেন আইনজীবীর স্ত্রী

ধর্ষণ মামলায় ফেসে গেলেন আইনজীবীর স্ত্রী , সংঘবদ্ধ ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেছেন অ্যাডভোকেট মো. সহিদুল ইসলামের স্ত্রী মৌসুমী। জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মকবুল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষণ মামলায় ফেসে গেলেন আইনজীবীর স্ত্রী

কারাগারে যাওয়া মৌসুমী বদলগাছী উপজেলার কোলা গ্রামের মৃত মোতাহার হোসেন মন্ডলের মেয়ে। তার স্বামী সহিদুল ইসলাম নওগাঁ জেলা আইনজীবী সমিতির সদস্য।

 

ধর্ষণ মামলায় ফেসে গেলেন আইনজীবীর স্ত্রী

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৬ মে বাদী মৌসুমী নিজেকে বিধবা পরিচয় দিয়ে তার নিজ বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় একই উপজেলার গয়রা গ্রামের হাবিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়। আদালত ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। তৎকালীন ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুল ইসলাম ঘটনাটির অনুসন্ধান পূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

পরবর্তীতে আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চলতি বছরের ৯ মার্চ আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে পর্যবেক্ষণ দিয়ে সবাইকে খালাস দেন। আসামিদের শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতি হয়েছে দাবি করে হাবিবুর রহমান নামে একজন বাদী হয়ে উল্টো ২০ মার্চ মৌসুমীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন।

 

ধর্ষণ মামলায় ফেসে গেলেন আইনজীবীর স্ত্রী

 

আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে মিথ্যা মামলা দায়ের করায় মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে মৌসুমী আদালতে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও দেখুনঃ

Leave a Comment