দুর্গাপূজা উৎসব ঘিরে কেউ রাজনীতির চেষ্টা করলে সুমুচিত জবাব দেয়া হবে : খাদ্যমন্ত্রী

দুর্গাপূজা উৎসব ঘিরে কেউ রাজনীতির ‘চেষ্টা করলে সুমুচিত’ জবাব দেয়া হবে : খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দুর্গা পূজা উৎসব ঘিরে কেউ রাজনীতি করার চেষ্টা করলে তার সুমুচিত ‘জবাব দেয়া হবে। তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন অপতৎপরতা অব্যাহত রয়েছে। 

দুর্গাপূজা উৎসব ঘিরে কেউ রাজনীতির চেষ্টা করলে সুমুচিত জবাব দেয়া হবে : খাদ্যমন্ত্রী

মন্ত্রী রোববার নওগাঁর নিয়ামতপুর উপজেলা হলরুমে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন। এ সময় নিয়ামতপুর উপজেলার নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড চালানোর সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এভাবে একসঙ্গে কাজ করে আমরা দেশকে উন্নত করতে চাই। আসন্ন শারদীয় দুর্গোৎসব মহাউৎসবে পরিণত হবে বলেও খাদ্যমন্ত্রী উল্লেখ করেন। 

Leave a Comment