দীর্ঘমেয়াদি সরকারি বন্ড রি-ইস্যু নিলাম ২৩ ডিসেম্বর

বাংলাদেশ ব্যাংক আগামী মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আয়োজন করতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দীর্ঘমেয়াদি সরকারি সিকিউরিটিজে বিনিয়োগে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে এ নিলামকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ২৭ আগস্ট ১০.৩০ শতাংশ কুপন হারে ইস্যু করা ২০ বছর মেয়াদি বন্ডটি পুনরায় বাজারে ছাড়ার লক্ষ্যে মোট ১ হাজার কোটি টাকার অভিহিত মূল্যের বন্ড রি-ইস্যু করা হবে। বন্ডটির আন্তর্জাতিক সিকিউরিটিজ শনাক্তকরণ নম্বর (ISIN) হলো বিডি–০৯৪৫০৮১২০৮। নির্ধারিত সময় শেষে এই বন্ডের মেয়াদ উত্তীর্ণ হবে ২০৪৫ সালের ২৭ আগস্ট।

নিলামটি সম্পূর্ণ প্রাইসভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, অর্থাৎ অংশগ্রহণকারীরা নিজেদের কাঙ্ক্ষিত মূল্য প্রস্তাব করে বিড করবেন। এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে—শুধুমাত্র অনুমোদিত প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি নিলামে অংশগ্রহণ করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান চাইলে প্রাইমারি ডিলারের মাধ্যমে তাদের নিজস্ব খাতে এবং গ্রাহকদের জন্য বিড দাখিল করতে পারবে।

নিলামে অংশগ্রহণের নিয়মাবলি:
বিড অংশগ্রহণকারীদের প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বন্ডের জন্য কাঙ্ক্ষিত প্রাইস ও প্রয়োজনীয় বন্ডের পরিমাণ উল্লেখ করে নিলামে আবেদন করতে হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের স্থাপিত এফএমআই (FMI) সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনিকভাবে বিড দাখিল করতে হবে। বিশেষ কোনো পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ‘ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস’ পদ্ধতিতেও আবেদন গ্রহণ করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়, নিলামে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা এবং প্রক্রিয়া-সংক্রান্ত বিস্তারিত তথ্য ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে পাঠানো হয়েছে।

টেবিল: ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর মূল তথ্য

বিষয়বিস্তারিত
নিলামের তারিখ২৩ ডিসেম্বর
বন্ডের মেয়াদ২০ বছর
প্রথম ইস্যুর তারিখ২৭ আগস্ট ২০২৫
কুপন হার১০.৩০%
মেয়াদ উত্তীর্ণ২৭ আগস্ট ২০৪৫
ISIN নম্বরBD-0945081208
রি-ইস্যুর পরিমাণ১,০০০ কোটি টাকা
নিলাম পদ্ধতিপ্রাইসভিত্তিক
বিড দাখিলের সময়সকাল ১০টা – দুপুর ১২:৩০ মিনিট
বিড দাখিল মাধ্যমFMI ইলেকট্রনিক সিস্টেম / বিশেষ ক্ষেত্রে সিলড কভার

দেশের আর্থিক বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং সরকারের বাজেট ঘাটতি ব্যবস্থাপনায় সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এ ধরনের বন্ড নিলামকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। আগামী মঙ্গলবারের নিলাম থেকে উল্লেখযোগ্য সাড়া পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।