রাজধানীর শাহ আলী থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, তিন ব্যক্তি যাত্রী সেজে বাসে উঠে আগুন ধরিয়ে দেন।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম জানিয়েছেন, বুধবার (১২ নভেম্বর) বেলা একটার দিকে শতাব্দী পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। মিরপুর-২ নম্বরের দিক থেকে সনি সিনেমা পেরিয়ে নিউমার্কেটের দিকে যাওয়ার সময় যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যান।
তবে, স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হয়। ওসি গোলাম আযম জানিয়েছেন, আগুনে বাসের সামনের দিকের কয়েকটি আসন পুড়ে গেছে, কিন্তু এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
