আকাশ থেকে ট্রান্সফর্মারের ওপর মাছ পড়ে পুরো শহর বিদ্যুৎহীন। যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের সায়ারভিল শহরে ১২ আগস্ট ঘটনাটি ঘটে। সেখানকার পুলিশ ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিতও করেছে। সায়ারভিলের পুলিশ জানিয়েছে, ওই দিন হঠাৎ শহরের বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এতে পুরো শহর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। পরে তারা অনুসন্ধানে নেমে দেখে, ট্রান্সফরমারের ওপর একটি মাছ পড়ে আছে। যার কারণে এ বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় সেখানকার ২ হাজার ১০০ গ্রাহককে কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়।
আকাশ থেকে ট্রান্সফর্মারের ওপর মাছ পড়ে পুরো শহর বিদ্যুৎহীন
প্রশ্ন হলো, ওই ট্রান্সফরমারের ওপর মাছ এলো কীভাবে। নিশ্চয় আকাশ থেকে পড়েছে। পুলিশের ধারণা, আকাশ থেকে মাছ পড়েছে সত্যি, তবে অলৌকিক কিছু নয়; বরং ইগল বা বাজজাতীয় কোনো পাখি মাছটি শিকার করে নিয়ে উড়ে যাওয়ার সময় নখর থেকে তা ছুটে ট্রান্সফরমারের ওপর গিয়ে পড়েছে।

সায়ারভিলের পুলিশ মাছের একটি ছবি পোস্ট করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘মজাও’ করেছে। পোস্টে লেখা হয়, ‘দয়া করে আমরা এই মৃত্যুর বিষয়টি যেন ভুলে না যাই। তিনি পরিশ্রমী পরিবারের সদস্য ছিলেন। তিনি হাজার হাজার সন্তানের জনক ছিলেন।’
একই ফেসবুক পোস্টে সায়ারভিল পুলিশ আরও বলেছে, ‘সন্দেহভাজনকে (পাখি) সর্বশেষ দক্ষিণে উড়ে যেতে দেখা গেছে। তবে কেউ তাকে ধরার চেষ্টা করবেন না। সে অস্ত্রধারী না হলেও বড় ভয়ংকর। যদি তার সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায়, তাহলে তদন্ত কর্মকর্তা জন সিলভারের সঙ্গে যোগাযোগ করবেন।’
