জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২4–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) ও ২৭ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষাগুলো দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, উভয় দিনই বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Table of Contents
আসনসংখ্যা ও আবেদনকারীর চাপ :
‘এ’ ইউনিটের আওতাভুক্ত বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে মোট ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭২ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী। অন্যদিকে, বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৫৩৭টি। এতে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র হয়ে উঠেছে।
ভর্তি পরীক্ষার কেন্দ্র :
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকার বাইরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ঢাকার ভেতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকার কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কেএল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বিএআইএএম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ।
‘সি’ ইউনিটের পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার মধ্যে বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে অনুষ্ঠিত হবে। এ ইউনিটের জন্য ঢাকার বাইরে কোনো কেন্দ্র রাখা হয়নি।
প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন :
মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৭২ নম্বর এমসিকিউ এবং অবশিষ্ট ১৮ নম্বর এসএসসি ও এইচএসসি (সমমান) ফলাফলের ওপর নির্ধারিত থাকবে।
‘এ’ ইউনিটে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান থেকে প্রশ্ন আসবে।
‘সি’ ইউনিটে থাকবে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাববিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ।
ডিনদের বক্তব্য :
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা বলেন,
“ভর্তি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই ঢাকার বাইরে তিনটি কেন্দ্র রাখা হয়েছে।”
বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া জানান,
“৫২০টি আসনের বিপরীতে বিপুল সংখ্যক আবেদন পড়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে :
| ইউনিট | অনুষদ | আসন | আবেদনকারী | পরীক্ষার তারিখ | কেন্দ্র |
| এ | বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স | ৮৬০ | ৭২,৪৭৪ | ২৬ ডিসেম্বর | ১২টি |
| সি | বাণিজ্য | ৫২০ | ২০,৫৩৭ | ২৭ ডিসেম্বর | ৪টি |
উল্লেখ্য, এর আগে ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৯ জানুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান) এবং ৩০ জানুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভর্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতির চিত্র লক্ষ্য করা যাচ্ছে।
