
Table of Contents
চেচেন বাহিনী কি আসলে ইউক্রেনে যুদ্ধ করছে

কে এই রমজান কাদিরভ
রমজান কাদিরভ চেচনিয়ার সাবেক প্রেসিডেন্ট আখমাদ কাদিরভের ছেলে। ২০০৪ সালে হত্যাকাণ্ডের শিকার হন আখমাদ। এর তিন বছর পর প্রেসিডেন্ট হন রমজান।
আখমাদ ও রমজান দুজনই প্রথম চেচেন যুদ্ধে (১৯৯৪–১৯৯৬ সাল) রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছিলেন। তবে দ্বিতীয় চেচেন যুদ্ধে (১৯৯৯–২০০০ সাল) রাশিয়াকে সমর্থন জানান বাবা–ছেলে। যুদ্ধে জয় পায় মস্কো। চেচনিয়া পরিণত হয় রাশিয়ার একটি অঞ্চলে।

২০০৭ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক বিরোধীদের দমন–পীড়ন, মানবাধিকার লঙ্ঘনসহ নানা অভিযোগ রমজান কাদিরভের বিরুদ্ধে উঠেছে। তাঁর সমালোচনাকারী অনেক সাংবাদিক ও মানবাধিকারকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসবের জেরে ২০১৭ সালে রমজানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রমজান কাদিরভের রাজনৈতিক বোঝাপড়া রয়েছে বলে মনে করছেন রুশ সাংবাদিক ও রাজনৈতিক পরামর্শক কনস্ট্যানটিন ভন এগার্ট। তিনি বলেন, ক্ষমতায় আসার পর থেকেই পুতিনের প্রতি আনুগত্য দেখিয়েছেন রমজান। বিপরীতে মস্কো থেকে বড় আর্থিক সুবিধা পেয়েছে চেচনিয়া প্রজাতন্ত্র।
