নাটোরের নলডাঙ্গা পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। রোববার ৯টার দিকে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে এ মামলা করেন।
অভিযুক্ত আবু বক্কর (৪৫) নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে
পুলিশ ও ভুক্তভোগীর ‘পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে কৌশলে কাউন্সিলর আবু বক্কর তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে ওই গৃহবধূকে ডেকে নেন। সেসময় তার দ্বিতীয় স্ত্রী বাড়িতে ছিলেন না। এ সুযোগে আবু বক্কর ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে ধর্ষণচেষ্টা চালান। পরে ভুক্তভোগী চিৎকার দেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান কাউন্সিলর। ভুক্তভোগী বাড়ি ফিরে ঘটনা জানালে রাতেই তার স্বামী আবু বক্করের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।

আরও দেখুনঃ