কর্মবিরতি স্থগিত করে বার্ষিক পরীক্ষায় ফিরছেন মাধ্যমিক শিক্ষকরা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি আপাতত স্থগিত করে আবার বার্ষিক পরীক্ষায় অংশ নিতে সম্মত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সিদ্ধান্তের কারণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের স্বার্থ এবং শিক্ষাকার্যক্রমের অগ্রগতি যাতে বাধাগ্রস্ত না হয়, সেই বিবেচনায় শিক্ষকরা পরীক্ষায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। “বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অগ্রগতির জন্য অপরিহার্য,” উল্লেখ করে সমিতি জানায়।

ফলে আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মমাফিক বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার অনিশ্চয়তার কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিক চাপে ছিলেন। দায়িত্ববোধ থেকে শিক্ষকেরা তাদের কর্মস্থলে ফিরে গেছেন।

শিক্ষকেরা তাদের দাবি পুনর্ব্যক্ত করেছেন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষকরা তাঁদের দাবিগুলো দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। কর্মসূচিতে অংশ নেওয়া সকল শিক্ষককে ধন্যবাদ জানিয়ে সমিতি জানিয়েছে, ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা শেষে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

কর্মবিরতির পটভূমি

দেশের সাত শতাধিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চার দফা দাবিতে সোমবার (১ ডিসেম্বর) থেকে কর্মবিরতি শুরু করেন। ফলে সোমবার ও মঙ্গলবার সারা দেশে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

চার দফা দাবি

ধারাদাবি
সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা দপ্তর’ গেজেট প্রকাশ।
বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত বাস্তবায়ন।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন।
২০১৫ সালের পূর্বের মতো দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ সহকারী শিক্ষকদের অগ্রিম বেতন-সুবিধা পুনর্বহাল ও গেজেট প্রকাশ।

প্রভাব ও ফলাফল

কর্মবিরতি স্থগিতের ফলে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং শিক্ষাক্রমের কোনো বিলম্ব ঘটবে না। শিক্ষক ও অভিভাবকরা আশা করছেন, তাদের দাবিগুলো দ্রুত পূর্ণ হবে।

সংক্ষেপে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা শিক্ষার্থীদের স্বার্থ ও দায়িত্ববোধের কারণে কর্মবিরতি স্থগিত করেছেন এবং দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা পুনরায় শুরু হয়েছে।