আফগানিস্তান ফের শক্তিশালী ভূমিকম্প 

আফগানিস্তান ফের শক্তিশালী ভূমিকম্প ।শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার মাত্র কয়েক দিন পর  আফগানিস্তানে ফের আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রাও আগেরটির মতো ৬ দশমিক ৩। 

আফগানিস্তান ফের শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ কথা জানায়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বুধবার (১১ অক্টোবর) সকাল ৬টার ৪১ মিনিটে এ ভূমিকম্প আগাত হানে। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আঘাত হানার ১০ মিনিট পর একই এলাকায় ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। 

গত ৭ অক্টোবর আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৫ দাঁড়িয়েছে। তালিবান সরকার জানিয়েছে, ওই ভূমিকম্পে হেরাতের ২০টি গ্রামে ১ হাজার ৯৮৩টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

 

হাইতিতে ভূমিকম্প , রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৪.৯

 

Leave a Comment