আজ পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস

আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৯৯১ সালে এই দিনটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।

২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে এই দিবসটি নিয়মিতভাবে পালিত হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করার প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্যমতে, প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগী মারা যান এবং প্রতি ১০ সেকেন্ডে দুইজন নতুন রোগী শনাক্ত হন। ডায়াবেটিস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্বকে সামনে নিয়ে বিশ্বজুড়ে এ দিবসটি উদযাপন করা হয়।

জিলাইভ